জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘গোপনে’ আর কিছু নেই! এবার প্রকাশ্যেই অতীত, বর্তমান ও ভবিষ্যতকে একসাথে নিয়ে দাঁড়িয়ে অনিকেত! “মন ভাসানোর কোর্স খুলুন অনিকেত বাবু ভর্তি হবো!” কটাক্ষ নেটপাড়ার

ধারাবাহিকের নাম ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe), কিন্তু এখন মনে হচ্ছে অনিকেতের মন তো একেবারে “বন্যা”য় ভেসেছে! আসল জীবনে যেখানে একটা বিয়ে টেকাতেই মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের নায়ক অনিকেত একেবারে হ্যাটট্রিক করে ফেলেছে! অহনা, শ্যামলী, অনন্যা আর এবার আপকামিং বৃন্দা, অনিকেতের জীবনে প্রেম যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়িই বিদায় নেয়। আর এই দেখেই দর্শকরা বলেছেন, “অনিকেত কিন্তু এবার একটা কোর্স চালু করতে পারে, মেয়েদের মন ভাসানোর।”

ধারাবাহিকের সম্প্রতি বেশ কিছু পর্ব ধরে দেখা যাচ্ছে শ্যামলী আর অনিকে তেল প্রেম আবার মাথাচারা দিয়ে উঠেছে। বর্তমানে শ্যামলী যেখানে চন্দ্রাশীষের স্ত্রী অনিকেত অন্যদিকে নতুন বিয়ের প্ল্যানিংয়ে ব্যস্ত। সম্প্রতি দেখা গিয়েছে চন্দ্রাশীষ অনিকেতকে হুমকি দিয়ে বিয়ের মন্ডপে নিয়ে যায়, সে যেন শিয়ালকে ভাঙা বেড়া দেখানোর মতন ঘটনা। বিয়েটা সুস্থভাবেই চলছিলো, আর অনিকেত আবারো একবার বিয়ে করতে পেলে, সে বাইরে যতই আপত্তি দেখা ভেতরে ভেতরে নিশ্চয়ই খুশি ছিলেন।

ঠিক সেই সময় এন্টি নেয় অনিকেতকে নিয়েই শেষ হাসি হাসার স্বপ্ন দেখা আমাদের নায়িকা শ্যামলী। কিছু একটা প্রমাণ দেখিয়ে বিয়ে বন্ধ করে দেয়। তারপরেই শ্যামলীর কণ্ঠে শোনা যায় এইবার তাদের কেউ আলাদা করতে পারবে না। এই সমস্ত পর্ব দেখে দর্শকদের যেমন ক্ষোভের শেষ নেই, তেমনি হাসিও থামাতে পারছেন না অনেকেই। সমাজ মাধ্যমে যেন এই ধারাবাহিক বর্তমানে হয়ে উঠেছে হাস্যরসের উৎস, সকলেই অনিকেতকে দেখে বলেছে এমন চরিত্র বাঁধিয়ে রাখার মতন!

বর্তমানে একটি পর্বে যা দেখা গেল তা দেখে দর্শকের হাসির মাত্রা যেন আরো বেড়েছে। দেখা গেল একটি ঘরে তিন বউয়ের সামনে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিমায় অনিকেত। একদিকে শ্যামলী, অন্যদিকে অনন্যা আর কে জানে হলেও হতে পারে, ভবিষ্যতের বউ বৃন্দা। এই দেখে দর্শকেরা বলছেন, “আহা, আহনা থাকলে নাকি ষোলো কলা পূর্ণ হতো!” এই সব দেখে অনেকেরই মনে আসতে পারে —“ভাই, আর কতো মেয়ের মন গোপনে ভাসাবে?”

এখন আর নেহাত কেউ নায়ক, নায়িকার রসায়ন দেখতে এই ধারাবাহিক দেখেন না, রসায়ন তো তখনই দেখবেন যখন একজনে মন স্থায়ী হবে আমাদের অনিকেত বাবু আর শ্যামলী দিদির! দর্শক বোধয় এখন সারাদিনের ক্লান্তি ভুলে মন খুলে হাসতে এই ধারাবাহিক দেখেন। শেষ কথা হলো এই ধারাবাহিকে সবচেয়ে বড় চমক না খল চরিত্র, না প্লট টুইস্ট—সবচেয়ে বড় চমক হচ্ছে, পরের সপ্তাহে কার মন ভেসে যাবে অনিকেতের গোপনেই!

Piya Chanda

                 

You cannot copy content of this page