জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুলের সামনে কঠিন সিদ্ধান্ত! পড়াশোনা বাঁচাবে নাকি রায়ানের পরিবারের সঙ্গে সম্পর্ক?

জি বাংলার(zee Bangla)জনপ্রিয় সিরিয়াল ‘পরিণীতা'(parineeta) এখন জমজমাট মোড়ে। পারুলের শিক্ষার লড়াই, রায়ান ও তার পরিবারের জটিল সম্পর্ক এবং আশুতোষের কঠোর সিদ্ধান্ত দর্শকদের নজর কেড়েছে। পারুল কি নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারবে, নাকি তাকে ফিরে যেতে হবে নিজের গ্রামে? এই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মনে। নতুন পর্বে ঘটতে চলেছে বড় চমক, যা বদলে দিতে পারে গল্পের মোড়।

গত পর্বে দেখা গিয়েছিল, পারুল ডিবেট কম্পিটিশনে অংশ নেওয়ার পর আর রায়ানের বাড়িতে ফেরেনি। এতে বাড়ির সকলে চিন্তায় পড়ে যায়, বিশেষত আশুতোষ অর্থাৎ রায়ানের দাদু খুবই বিরক্ত হয়ে পড়েন। পারুল কোথায় আছে তা জানার জন্য তার বাড়িতে ফোন করা হয়। তখন তার মা জানায়, পারুল বাড়ি ফেরেনি, সে বর্তমানে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির প্রিন্সিপালের বাড়িতে রয়েছে। এই কথা শুনে আশুতোষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পারুলের সিদ্ধান্তে খুশি নয় বলে স্পষ্ট জানিয়ে দেন।

অন্যদিকে, প্রিন্সিপালের বাড়িতে দেখা যায় পারুল বেশ ভালো আছে। প্রিন্সিপালের স্ত্রী তাকে নিজের মেয়ের মতোই যত্ন নিচ্ছেন এবং পারুলের সরলতায় মুগ্ধ হয়েছেন। তিনি আশুতোষের ব্যবহার নিয়ে বিস্মিত হয়ে বলেন, এত ভালো একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো কীভাবে! তখনই প্রকাশ পায় একটি বড় রহস্য— ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির প্রিন্সিপাল এবং আশুতোষ আসলে দুই ভাই! কিন্তু বর্তমানে তাঁদের সম্পর্ক একেবারেই নেই। এতদিন দর্শকরা জানতেন না যে আশুতোষের এক ভাই রয়েছেন, তাই এই সত্য প্রকাশ্যে আসায় গল্প নতুন দিক পেয়েছে।

পরিণীতা আজকের পর্ব ২১ মার্চ ( parineeta today episode 21 march)

আজকের পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। দেখা যাবে, আশুতোষ নিজে এসে পারুলকে নিয়ে যেতে চান। কিন্তু তিনি কঠোরভাবে জানিয়ে দেন, পারুল কলকাতায় পড়াশোনা করতে পারবে না, তাকে ফিরে যেতে হবে ন্যাড়া গোয়ালে। আশুতোষ স্পষ্ট জানিয়ে দেন, যদি পারুল এখানে থেকে পড়াশোনা চালিয়ে যেতে চায়, তবে রায়ানদের পরিবারের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এই কঠিন শর্তের সামনে পড়ে পারুল কী সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার।

আগামী পর্বগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে পারুল, রায়ান এবং তার পরিবারের ওপর। পারুল কি নিজের স্বপ্নকে বেছে নেবে, নাকি পরিবারের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ভবিষ্যৎ নিয়ে আপস করবে? তার সিদ্ধান্তেই নির্ভর করছে গল্পের পরবর্তী মোড়। দর্শকদের জন্য অপেক্ষা করছে উত্তেজনার এক নতুন অধ্যায়!

Piya Chanda