জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) এখন আরও বেশি রোমাঞ্চকর মোড় নিচ্ছে। একের পর এক প্রতিকূলতা, রুদ্ররূপের ষড়যন্ত্র আর সমাজের বাধা পেরিয়ে ফুলকি তার স্বপ্নের পথে এগিয়ে চলেছে। তবে এবারে শুধুমাত্র নিজের জন্য নয়, পুরো রায়চৌধুরী পরিবারের বাঁচার লড়াইয়ে নামতে হল তাকে!

সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রায়চৌধুরীরা এখন টাকার সংকটে পড়েছেন। একদিকে রুদ্ররূপ তাদের ধাওয়া করছে, অন্যদিকে লুকিয়ে থাকলেও জীবনের জন্য টাকা তো লাগবেই! এমন পরিস্থিতিতে লাবণ্য (Labanya) বলে, তাদের টাকার সংস্থান করতেই হবে, কিন্তু কীভাবে? ঠিক তখনই এগিয়ে আসে ফুলকি। তার স্পষ্ট কথা— “বাঁচতে হলে কাজ করতেই হবে!”
এরপরই নতুন চমক! ফুলকি এবং রায়চৌধুরীরা ছদ্মবেশে বস্তির পথে রওনা দেয়। সাধারণ পোশাক, অন্য রূপ, অন্য পরিচয়— তারা কি পারবে নিজেদের বাঁচিয়ে রাখতে? বস্তিতে গিয়ে তারা কী কাজ করবে? কেউ কি চিনে ফেলবে? এই পর্বে রোমাঞ্চ যেমন আছে, তেমনই আছে আবেগ আর বাস্তবতার এক দারুণ মিশেল।
আরও পড়ুনঃ “বাংলা সিনেমার এখন করুন অবস্থা, নায়ক কোথায়?”— টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য রজতাভর!
এবার ফুলকির সামনে শুধু লড়াই নয়, টিকে থাকার লড়াইও শুরু হয়ে গেল। রুদ্ররূপে নতুন ষড়যন্ত্র কি বিফল করতে পারবে ফুলকি? কী হবে এবার? জানতে হলে চোখ রাখুন আজ রাত ৭:৩০-এ জি বাংলায়! কারণ ফুলকি-তে এবার নতুন চ্যালেঞ্জের পালা!