বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা ‘রজতাভ দত্ত’ (Rajatava Dutta) , যিনি বহু বছর ধরে বাংলা সিনেমার পর্দা কাঁপিয়ে আসছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার দক্ষতা, এবং চরিত্রের গভীরতা তাঁকে ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী অভিনেতা করে তুলেছে। তিনি যেমন নেতিবাচক (Negetive) চরিত্রে সমান দক্ষ, তেমনি হাস্যরসাত্মক এবং সিরিয়াস চরিত্রেও তাঁর অভিনয় অনবদ্য। বাংলা মূলধারার বাণিজ্যিক সিনেমা (Commercial film) থেকে শুরু করে ভিন্নধারার চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম—সব জায়গাতেই তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
বাংলা সিনেমার (Tollywood) বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বরাবরই স্পষ্টবাদী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলা সিনেমার অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। রজতাভ বলেন, “বাংলা সিনেমার এখন করুন অবস্থা, নায়ক কোথায়? আজ বৈশিষ্ট্য নায়করা নিজেদের পয়সায় নিজেদের ছবি করছে। প্রডিউসার খরচা করে তো নায়ক তৈরি করছেন না। আর প্রডিউসারদের তো সবই শেষ।” তাঁর মতে, ইন্ডাস্ট্রি এক জাঁতাকলে পড়ে গেছে, যেখানে দর্শক কমতে কমতে বাজেটও কমে যাচ্ছে।
কম বাজেটের কারণে দ্রুত তৈরি হওয়া ছবির কনটেন্টেও পড়ছে প্রভাব। তিনি আরও বলেন, “একটা ছবি তৈরি হচ্ছে তিন-চার মাসে, যেখানে গল্প বলতে দুটি ছেলে একটি মেয়েকে ভালোবাসছে কিংবা উল্টোটা। কয়েকটা সংলাপ আর ঘর বানিয়ে তৈরি হচ্ছে সিনেমা, যা দর্শকের মন ছুঁতে পারছে না। বরং ইন্ডাস্ট্রিকে আরও তলানিতে নামিয়ে দিচ্ছে।” রজতাভ মনে করেন, বাংলা সিনেমাকে বাঁচাতে হলে বড় বাজেটের বাণিজ্যিক ছবি বানানোর দিকেই নজর দিতে হবে।বর্তমান ট্রেন্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর মতে, কিছু ছবির বাজেট বাড়লেও, প্রযোজকরাই নিজেদের ছবির প্রচার নিজেরাই করছেন। তিনি বলেন, “এখন কিছু ছবি একটু বেশি বাজেট নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু নিজেরাই ঢাক পেটাচ্ছে কার্নিভাল করে! যেখানে আসল কথা হলো দর্শকদের মতামত।” বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরিয়ে আনতে নির্মাতা ও প্রযোজকদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলেই মনে করেন রজতাভ দত্ত।রজতাভ দত্তর এই বক্তব্য বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতির বাস্তব প্রতিফলন।
আরও পড়ুনঃ রঙ খেলার মাঝেই প্রাণঘাতী হামলা! ফুলকি কি পারবে রুদ্রর চাল থেকে সবাইকে রক্ষা করতে? ‘ফুলকি’তে টানটান দোল উদযাপন পর্ব!
একসময় যে ইন্ডাস্ট্রি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এবং মৃণাল সেনের মতো পরিচালকদের হাত ধরে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিল, তা আজ সংকটের মুখে। তাঁর মতে, বাংলা সিনেমাকে বাঁচাতে হলে নির্মাতাদের আরও ঝুঁকি নিতে হবে, নায়ক-নায়িকাদের আরও পরিশ্রম করতে হবে, এবং সর্বোপরি দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। এখন দেখার, বাংলা সিনেমার ভবিষ্যৎ কোন পথে যায়! আপনাদের কি মতামত টলিউডের ভবিষ্যত নিয়ে?