জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রঙ খেলার মাঝেই প্রাণঘাতী হামলা! ফুলকি কি পারবে রুদ্রর চাল থেকে সবাইকে রক্ষা করতে? ‘ফুলকি’তে টানটান দোল উদযাপন পর্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) শুরু থেকেই এক সাহসী মেয়ের স্বপ্নের লড়াই দেখাচ্ছে। বক্সার হওয়ার স্বপ্ন দেখা ফুলকির জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ, কিন্তু সে কখনও হার মানেনি। এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন দেব্যানি মণ্ডল (Devyani Mondal), আর তার সঙ্গে নায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বোস (Abhishek Bose)

সিরিয়াল যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। সম্প্রতি জি বাংলার তরফ থেকে প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, দোলের দিন রং খেলার পর রায়চৌধুরীরা তাঁদের লুকোনো আস্তানায় বেশ আনন্দে সময় কাটাচ্ছে। পরিবারের সকলে মিলেই উৎসবের মেজাজে, একটুও আঁচ করতে পারছে না সামনে কী বিপদ অপেক্ষা করছে!
কিন্তু আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না— হঠাৎই একদল গুন্ডা সেখানে পৌঁছে যায়

এবং আক্রমণ শুরু করে! তবে বিপদের মুখে ভয় পায় না ফুলকি! সাহসী বক্সার ফুলকি একাই ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের ওপর। তার প্রতিটা ঘুষি যেন বজ্রের মতো আঘাত হানতে থাকে শত্রুদের ওপর। যারা তার পরিবারকে আক্রমণ করতে এসেছে, তাদের একের পর এক মাটিতে ফেলে দিতে থাকে সে! একসময় মনে হতে থাকে, এই একা মেয়েটাই কি পুরো পরিবারের রক্ষাকর্তা?

কিন্তু প্রতিপক্ষও কম শক্তিশালী নয়, তারা ফুলকিকে আটকানোর জন্য আরও বড় চক্রান্ত করেছে! এদিকে, রুদ্ররূপ কি জানে এই হামলার কথা? নাকি এই আক্রমণের পেছনেও রয়েছে তার হাত? দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন— ফুলকি কি সফলভাবে তার পরিবারকে বাঁচাতে পারবে? নাকি এই হামলার ফলে ঘটতে চলেছে আরও বড় কোনো বিপর্যয়? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাত ৭:৩০-এ সম্প্রচারিত এই পর্বে!

Piya Chanda

                 

You cannot copy content of this page