জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বারবার শিরিনের বাধা, তবু একে অপরের কাছে পারুল-রায়ান! এবার কি ‘পরিণীতা’য় শুরু হবে প্রেমের নতুন অধ্যায়?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (parineeta) প্রতিদিনই একের পর এক নতুন চমকে ভরিয়ে তুলছে দর্শকদের। পারুলের জীবন সংগ্রাম, তার সাহস, আত্মসম্মান এবং নিজের পায়ে দাঁড়ানোর জেদ মন ছুঁয়ে গেছে দর্শকদের। একদিকে নিজের পড়াশোনা, অন্যদিকে সংসারের দায়িত্ব- সব সামলে সে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যের দিকে। কলেজ জীবনে একাধিক শত্রু তৈরি হলেও, পারুল কখনও অন্যায়ের সামনে মাথা নত করেনি। আর এই জেদই তাকে করে তুলেছে আলাদা।

গত পর্বে দেখানো হয়েছে, রায়ান এবং শিরিন নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কলেজে বেশ উচ্ছ্বসিত। কলেজ ক্যাম্পাসে তারা সবার সামনে নিজেদের প্রেমের কথা ঘোষণা করে সেলিব্রেট করতে থাকে। সেই সময় রায়ান মজা করে পারুলকে আইসক্রিম দেয়, তবে পারুল তাকে স্পষ্ট জানিয়ে দেয়, নিজের পরিবার ছেড়ে লিভ-ইনে থাকা কখনও উচিত নয়। পারুলের এই বক্তব্যে রায়ান এবং শিরিন দু’জনেই রাগান্বিত হয়ে পড়ে। শিরিন রায়ানকে টেনে নিয়ে বলে, এখন ওদের কমিটমেন্ট রয়েছে, তাই পারুলের সঙ্গে বেশি কথা বলা ঠিক নয়।

পরিণীতা, parineeta, পরিনিতা আজকের পর্ব ৮ এপ্রিল, parineeta today episode 8 april, zee Bangla, জি বাংলা

এরপরই কলেজ ক্লাসে এসে উপস্থিত হন একে ডি স্যার। কলেজে রায়ান-শিরিনের এই ধরনের ব্যবহার দেখে তিনি প্রচন্ড রেগে যান। স্যার রায়ানদের গ্রুপকে কড়া ভাষায় ধমক দিয়ে জানান, “তোমাদের তো কিছুদিন আগেই সাসপেন্ড করা হয়েছিল, তবুও এখনও এত সাহস!” সেই সঙ্গে একে ডি স্যার পারুলের প্রশংসা করে বলেন, “নিজের যোগ্যতায় আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পারুল। তোমরা ওর থেকে শিক্ষা নাও।” স্যারের মুখে এত প্রশংসা শুনে পারুলের প্রতি হিংসা আরও বেড়ে যায় রায়ানদের।

পরিণীতা আজকের পর্ব ৯ এপ্রিল (parineeta today episode 9 april )

আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, পারুল এবার নিজের দায়িত্বের আরও এক ধাপ এগিয়ে ইউনিভার্সিটির ফ্রিজ জমা করার টাকার জন্য ফুড ডেলিভারির কাজ শুরু করেছে। পারুল তার নতুন চাকরি ফুড ডেলিভারির প্রথম অর্ডার নিয়ে পৌঁছে যায় শিরিন এবং রায়ানের বাড়িতে। ভাগ্যের কী খেলা! সেখানে গিয়ে পারুলের সঙ্গে রায়ানের ডেলিভারি সংক্রান্ত নিয়ে শুরু হয় ঝামেলা। রায়ান আবারও পারুলকে অপমান করতে যায়। এই দৃশ্য দেখে শিরিন রেগে গিয়ে রায়ানকে সামলানোর চেষ্টা করে। পরবর্তী পর্বগুলিতে এই ঘটনা নতুন কোন মোড় নেবে কি না, তা নিয়েই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সব মিলিয়ে পরবর্তী পর্বে আরও জমে উঠতে চলেছে ‘পরিণীতা’ ধারাবাহিকের কাহিনী। কলেজের পর এবার পারুল সরাসরি শত্রুদের বাড়িতে পৌঁছে গেছে কাজের সূত্রে। সামনে কী অপেক্ষা করছে পারুলের জন্য? রায়ান-শিরিন কি পারুলকে আরও বিপদে ফেলবে? নাকি পারুলের সাহসিকতা আবারও জয় পাবে? সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্ব গুলিতে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন পরবর্তী পর্ব দেখার জন্য।

Piya Chanda