জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অনেকদিন পর অবশেষে শীর্ষে ‘পরিণীতা’! টিআরপি যুদ্ধে ‘রাঙামতি’-কে টপকে দ্বিতীয় স্থানে ‘পরশুরাম’, হঠাৎই পিছিয়ে পড়ল ‘বিদ্যা ব্যানার্জি’!

নিত্যদিনের ক্লান্তি ভুলে সন্ধে নামলেই টিভির পর্দায় চোখ রাখেন অসংখ্য দর্শক। পরিবারের সঙ্গে বসে প্রিয় ধারাবাহিক দেখার অভ্যাস আজও বদলায়নি। কোনও গল্পে নিজেদের জীবনের ছায়া খুঁজে পান সাধারণ মানুষ, আবার কোনও চরিত্র হয়ে ওঠে ঘরের লোক। হাসি-কান্না, রাগ-অভিমান—এই আবেগের সঙ্গেই জড়িয়ে থাকে ধারাবাহিক। তাই কোন গল্প এগিয়ে, কোনটা পিছিয়ে, তা নিয়ে দর্শকের কৌতূহলও কম নয়।

এই ভালোবাসা থেকেই শুরু হয় যুদ্ধ, আর সেখান থেকেই শুরু হয় টিআরপি যুদ্ধ। কোন ধারাবাহিক কতটা মন জয় করতে পারল, কে শীর্ষে আর কে একটু পিছিয়ে, তা জানার আগ্রহ থাকে সবারই। সপ্তাহের শেষে টিআরপি তালিকা প্রকাশ পেলেই শুরু হয় আলোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শকের ভোটে তৈরি এই তালিকায় উঠে এসেছে একের পর এক নাম।

এই সপ্তাহে একেবারে শীর্ষে রয়েছে পরিণীতা। ৭.১ পয়েন্ট নিয়ে এক নম্বরের মুকুট ধরে রেখেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে পরশুরাম, যার প্রাপ্তি ৬.৯। খুব কাছাকাছি রয়েছে তৃতীয় স্থানের রাঙামতি, টিআরপি ৬.৮। টানটান লড়াইয়ের মধ্যেই এই তিন ধারাবাহিক দর্শকের মন জিতে নিয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি (৬.৬)। আর এন্ড উইকে পঞ্চম স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী, যার টিআরপি ৬.৪। পাশাপাশি ট্রেন্ডিং লিস্টেও চলছে জমজমাট লড়াই—নতুন গল্প ও পুরনো আবেগ মিলিয়ে প্রতিটি ধারাবাহিকই নিজের জায়গা পাকা করার চেষ্টা করছে।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—
BT তালিকা:
১) পরিণীতা – ৭.১
২) পরশুরাম – ৬.৯
৩) রাঙামতি – ৬.৮
৪) বিদ্যা ব্যানার্জি – ৬.৬
৫) জগদ্ধাত্রী (End Week) – ৬.৪

Trending তালিকা:
বেশ করেছি প্রেম করেছি – ৬.২
ও মোর দরদিয়া – ৬.২
লক্ষ্মী ঝাঁপি – ৬.০
চিরদিনই তুমি যে আমার – ৫.৯
মিলন হবে কত দিনে + গৃহপ্রবেশ – ৩.৭
কনে দেখা আলো (৪৫ মিনিট) – ৫.১
কম্পাস – ৫.২
তুই আমার হিরো – ৫.০

Piya Chanda

                 

You cannot copy content of this page