জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা ধারাবাহিকের টিআরপি যুদ্ধে ফের শীর্ষস্থান দখল করল ‘পরিণীতা’! ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই! পিছিয়ে পড়ল স্টার জলসার ‘রাঙামাতি’!

বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি শুধু গল্প বলার মাধ্যম নয়, এটি দর্শকের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। প্রতিটি পরিবার, ভালোবাসা, সংগ্রাম বা সামাজিক বার্তা—সবই দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সমবেদনা ও রূপকথার মেলবন্ধনই ধারাবাহিকগুলোর জনপ্রিয়তার মূল চাবিকাঠি।

তবে শুধুমাত্র গল্পই যথেষ্ট নয়। ধারাবাহিকগুলোর মধ্যে টিআরপি যুদ্ধ চলছে অদৃশ্যভাবে। কে কোন গল্পে কত দর্শক ধরে রাখতে পারল, কোন চরিত্র দর্শকের হৃদয় ছুঁয়ে গেল, সবকিছুই টিআরপি নির্ধারণ করে। প্রযোজক, পরিচালক এবং অভিনেতারা প্রতিদিন এই লড়াইয়ে নিযুক্ত, যাতে দর্শকের আগ্রহ টিকে থাকে এবং রেটিং উঁচু থাকে।

আজকের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে ‘পরিণীতা’ ৬.৫ রেটিং নিয়ে। দ্বিতীয় অবস্থানে ‘পরশুরাম’ ৫.৯ রেটিং সহ অবস্থান করছে। এই দুটি ধারাবাহিকই দর্শকের মন জয় করতে এবং রেটিং বাড়াতে যথেষ্ট সক্রিয়।

আরও পড়ুনঃ টগরকে ব্যবহার করে পারুলকে অপমানের খেলায় নামল শিরীন! বসু বাড়ির মান রক্ষায় মরিয়া পারুল নিল মহিষাসুরমর্দিনী রূপ, ত্রিশূল হাতে এবার বধ করবে শিরীনকে! ‘পরিণীতা’তে আজকের টানটান পর্ব!

তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’, এবং ‘রাণী ভবানী’, প্রত্যেকের রেটিং ৫.৮। সামান্য পিছিয়ে আছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘দাদামণি’ ও ‘রাঙামাতি’, ৫.৭ রেটিং নিয়ে। নিম্নতম অবস্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’, রেটিং ৫.৬।

দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা
1st •• পরিণীতা 6.5
2nd •• পরশুরাম 5.9
3rd •• জগদ্ধাত্রী, ফুলকি, রাণী ভবানী 5.8
4th •• চিরদিনই তুমি যে আমার, দাদামণি, রাঙামাতি 5.7
5th •• জোয়ার ভাটা 5.6

Piya Chanda

                 

You cannot copy content of this page