জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিনিতা’ প্রতিদিনই দর্শকদের চমকে দিচ্ছে একের পর এক নাটকীয় মোড়ে। পারুল, রায়ান, শিরিনের জীবন ঘিরে তৈরি হওয়া এই গল্পে যেমন রয়েছে প্রতারণা, তেমনি রয়েছে সত্যের জন্য লড়াইও। এবার গল্প এসে দাঁড়িয়েছে এমন এক বাঁকে, যেখানে পারুলকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর ষড়যন্ত্র।
গত পর্বে দেখা গিয়েছিল রায়ান ও তার দল মিলে পারুলকে ফাঁসানোর জন্য একটি পরিকল্পনা করে। ইচ্ছাকৃতভাবে শিরিন পারুলের পথ আটকায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে। শুরুতে নিজেকে শান্ত রাখলেও শিরিনের লাগাতার ধাক্কাধাক্কিতে পারুল রেগে গিয়ে শিরিনকে থাপ্পড় মারে। এরপরই শিরিন পড়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনাকে হাতিয়ার করে রায়ান এবং তার দল প্রিন্সিপালের কাছে একটি ভিডিও ও রিপোর্ট জমা দেয়। বলা হয়, শিরিন কোমায় চলে গিয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পারুলকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং বলে, প্রমাণ না করতে পারলে স্থায়ীভাবে তাকে বাদ দেওয়া হবে। পারুল যদিও দাবি করে, সে মাত্র একটিই থাপ্পড় মেরেছে, এত গুরুতর অবস্থা হতে পারে না। তাই সে চায়, তাকে দু’দিন সময় দেওয়া হোক।
পরিণীতা আজকের পর্ব ১৯ এপ্রিল (parinetaa today episode 19 april )
আজকের এপিসোডে দেখা যাবে রায়ানের দাদা এবং তরিতা শিরিনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। তারা দেখে শিরিনের অবস্থা খারাপ। তারা পারুলকে জানায় সত্যি কথাই নাকি তারা বলছে। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয়, সে বিশ্বাস করে না এ কথা, সবটাই সাজানো নাটক। আর সেই সত্যি দু’দিনের মধ্যেই প্রমাণ করে দেবে।
আরও পড়ুনঃ “অভিনয় করেই আমার সংসার চলে, কিন্তু পর্দায় ডাক পাইনা অনেকদিন, মধ্যবিত্ত পরিবারে আমিই একমাত্র রোজগেরে সদস্য!”— পর্দার আড়ালে নীরব যন্ত্রণায় কাঁদছেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা!
এখন দেখার বিষয়, পারুল সত্যিই কি পারবে এই ফাঁসানো ষড়যন্ত্রের জাল ভেদ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? নাকি তাকে সত্যিই কলেজ ছেড়ে চলে যেতে হবে? আগামী পর্বেই মিলবে উত্তরের ইঙ্গিত।