জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) নিয়ে নতুন প্রোমো প্রকাশের পর থেকেই আবার উত্তেজনা চরমে! বহুদিন ধরে গল্পে একা লড়াই করা ফুলকির জীবনে এবার যেন নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলেছে। রোহিতের মৃ’ত্যুর পরে ভেঙেচুরে যাওয়া ফুলকি হঠাৎই অরণ্যের উপস্থিতিতে একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমান পর্বে দর্শকেরাও দেখেছেন যে, রোহিতের মুখের সঙ্গে আশ্চর্য মিল থাকলেও অরণ্য স্বভাব-চরিত্রে সম্পূর্ণ ভিন্ন।
তাও একটা অদ্ভুত ভরসাতেই মেয়েকে নিয়ে এগোতে শুরু করেছে ফুলকির জীবন। তবে, জি বাংলার তরফে সদ্য প্রকাশিত প্রোমোটি সামনে আসতেই দেখা গেল গল্পের মোড় ঘুরেছে আবারও। বিয়ের সাজে ফুলকি আর অরণ্যকে একসঙ্গে দেখানো হলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফুলকির মনের দ্বন্দ্ব। রোহিতের স্মৃতি ভুলে নতুন পথে হাঁটার সিদ্ধান্তটা এত সহজ নয়, আর সেই টানাপড়েনই প্রোমোতে স্পষ্ট।

এদিকে মেয়ে ফুলঝুরি এখন বুঝে গেছে বাবাকে হারানোর বেদনা এবং মায়ের নিঃসঙ্গতা, তাই নিজেই দাঁড়িয়ে মায়ের বিয়ে দিতে চায় সে। ছোট্ট মেয়েটির পরিণত ভাবই অনেক দর্শকদের আবেগে ভাসিয়েছে। কিন্তু অন্যদিকে প্রোমোর সবচেয়ে বড় ধাক্কা এসেছে রুদ্রকে ঘিরে। যে খলনায়ককে বারবার পরাজিত হয়েও, সে আবারও ছদ্মবেশে ফিরে এসে ঘোষণা করছে– ফুলকি কোনওদিন শান্তি পাবে না। তার সংলাপেই যেন স্পষ্ট, এবার গল্পে আরও বড় ঝড় আসতে চলেছে।
এই ঘটনাই একাংশের দর্শকের ক্ষোভ বাড়িয়েছে। তাদের কথায়, ‘এতবার মৃ’ত্যুর মুখে পড়েও রুদ্র বারবার কীভাবে ফিরে আসে? এই খলনায়ক যেন অমর!’ যদিও বিতর্কের মধ্যেই অন্য অংশের দর্শকেরা আবার ফুলকি-অরণ্যের বিয়ে ঘিরে উচ্ছ্বসিত। রোহিতের স্মৃতি আঁকড়ে ধরে থাকা ফুলকির মনোবেদনা, মেয়ের বড় হয়ে ওঠা আর জীবনের নতুন সম্ভাবনা মিলিয়ে প্রোমোটি মানুষের মধ্যে নানা অনুভূতির ঢেউ তুলেছে আর নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
আরও পড়ুনঃ এই শীতে খাঁটি সরষের তেল মাখুন, মোয়া খান! দু’মাস শীত, জমিয়ে উপভোগ করুন! শীতকে উপভোগ করার টিপস দিলেন সাংসদ-অভিনেত্রী রচনা ব্যানার্জি
সমাজ মাধ্যমে অনেকেই বলছেন, ‘গল্প যতই অবাস্তব হোক, এই আবেগের ওঠানামাই ফুলকিকে এখনও টিআরপি দৌড়ে ধরে রেখেছে।’ তবে, এবার ধারাবাহিকটি কোন পথে এগোবে সেটা নিয়ে এখনই আলোচনা তুঙ্গে। ফুলকি কি সত্যিই অরণ্যের হাত ধরে সুখী হবে? রুদ্রের ফিরে আসা কি আবারও অস্থিরতা বাড়াবে? প্রোমোর কয়েক সেকেন্ডই এত প্রশ্ন তৈরি করেছে যে পরবর্তী পর্বের অপেক্ষায় অধীর দর্শকেরা। নতুন ঝড়, নতুন সম্পর্ক আর পুরনো শত্রুর ফিরে আসা, সব মিলিয়ে ফুলকির নতুন অধ্যায় এবার আরও নাটকীয় হতে চলেছে।
