বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শুরুর পর থেকেই টিআরপি তালিকায় ঝড় তুলেছে। প্রথম পাঁচে স্থায়ী জায়গা ধরে রাখা থেকে শুরু করে বারবার শীর্ষে ওঠা—সব দিক থেকেই সিরিয়ালটি ছিল দর্শকের ভরসার জায়গা। কিন্তু পর্দার সেই সাফল্যের আড়ালে নাকি দিনদিন জমছে অশান্তির মেঘ। এমনকি ভক্তদের আশঙ্কা—অভিনেতাদের ব্যক্তিগত মনোমালিন্যেই কি তবে আচমকাই বন্ধ হয়ে যাবে তাঁদের প্রিয় ধারাবাহিক?
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় দিতিপ্রিয়া রায়কে ঘিরে এক নতুন গুঞ্জনে। শোনা যায়, তিনি নাকি প্রযোজনা সংস্থার অত্যন্ত ঘনিষ্ঠ, আর সেই কারণেই নায়ক জিতু কামালকে চাপ দেওয়া হচ্ছে সিরিয়াল ছাড়ার জন্য। দিনভর এই গুজব উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি। ধারাবাহিকের একটি নতুন ক্লিপিংস সামনে আসতেই জিতুর সমর্থনে বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। অনেকেই সরাসরি দাবি তোলেন—“নায়িকা বদলান, নায়ককে নয়!”
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় চাউর হয় আরও বিস্ফোরক অভিযোগ—জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে নাকি রাজি নন দিতিপ্রিয়া! এমনকী নাকি শর্ত দিয়েছিলেন, জিতু যেন তাঁকে স্পর্শ পর্যন্ত না করেন। এই দাবি মুহূর্তেই তাপ বাড়িয়ে দেয় টেলিপাড়া ও ভক্তদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় নীরবতা ভেঙে জিতুও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন। তিনি জানান, দিতিপ্রিয়ার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ গিয়ে পৌঁছেছে প্রযোজকদের কাছে—তিনি নাকি অসহযোগী, মহিলাদের সঙ্গে কাজ করার যোগ্য নন, এমনকি অসুস্থতার নাম করে নাটক করছেন!
জিতুর দাবি, সব অভিযোগই মৌখিক, কোনও প্রমাণ নেই। তবু ক্রমাগত এই পরিস্থিতিতে তাঁর আত্মসম্মান প্রশ্নের মুখে। অন্যদিকে দিতিপ্রিয়া অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন—শুটিং সেটে সবই নিয়মমাফিক চলছে, কেন এমন রটছে তিনিও জানেন না। কিন্তু ফ্লোরের ভেতরের খবর বলছে অন্য কথা। অভিযোগ উঠেছে, নায়িকাকে সেটে ডাকলেও বারবার দেরি হচ্ছে, দু’জনের আলাদা শট নেওয়ার কথাও নাকি বলা হয়েছে, যা বাস্তবে প্রায় অসম্ভব।
আরও পড়ুনঃ ‘ফুলকির কপালে কি সুখ লেখা নেই?’ ‘রুদ্র ম’রেও ম’রে না, ও কি অমর!’– মেয়ে ফুলঝুরির ইচ্ছেতে বিয়ের পিঁড়িতে ফুলকি! অরণ্য-ফুলকির নতুন জীবনে বি’ষ ঢালতে রুদ্রর ছদ্মবেশে প্রত্যাবর্তন ঘিরে সমাজ মাধ্যমে দর্শকদের তীব্র প্রতিক্রিয়া!
এই টানাপড়েনের মধ্যেই শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে নায়ক-নায়িকা সহ মূল দলের কয়েকজনকে বিশেষ মিটিংয়ে ডাকা হতে পারে স্থায়ী সমাধানের জন্য। এখনও জিতু সেটে ফিরছেন না, ফলে পরিস্থিতি আরও অনিশ্চিত। এত জনপ্রিয় একটি জুটি আর ধারাবাহিককে কি রক্ষা করতে পারবে আলাপ-আলোচনা? নাকি সত্যিই ‘চিরদিনই’ তার সেরা জুটিকে হারাতে চলেছে? সময়ই বলবে।
