এখন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর ভিড়ে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বর্তমান পর্বগুলোতে দুই বোন নিশা ও উজির সম্পর্কের টানাপোড়েন থেকে ভুল বোঝাবুঝি এবং প্রতিশোধের জটিল খেলায় গল্প নানাভাবে মোড় নিচ্ছে। আর সেই ধারাবাহিকতার মাঝেই হঠাৎ প্রকাশিত এই নতুন প্রোমো যেন উজির ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলেছে! শহরের ব্যস্ততা থেকে দূরে স্বামী ঋষিকে নিয়ে পুজোর জন্য গ্রামে যাওয়া উজির যেখানে শান্তি পাওয়ার কথা ছিল, সেখানেই দেখা গেল এক অদৃশ্য বিপদ তাদের ঘিরে ফেলছে নিঃশব্দে!
এই প্রত্যাশিত বিয়ের পর ঋষি-উজির সম্পর্ক যখন ধীরে ধীরে স্থির হতে শুরু করেছে, ঠিক তখনই তাদের জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। প্রসঙ্গত, গয়নার গুদাম থেকে চুরির পরে দুর্ঘ’টনায় আহত নিশা ফিরেই বোনের সিঁথিতে সিঁদুর দেখে লুটিয়ে পড়েছিল। এই দৃশ্যটি এখনও দর্শকের মনে রয়ে গেছে, কারণ সেখান থেকেই পরিষ্কার হয়েছে যে নিশার প্রতিশোধের আগুন এবার অন্য কোনও দিকে মোড় নেবে। তার ভেতরের যন্ত্রণা কতটা গভীর, তা আন্দাজ করা কঠিন কিন্তু এতটুকু স্পষ্ট যে গল্পে উজির শান্তির জায়গা খুব কমই আছে।

গতকালের পর্বে দেখা গিয়েছিল, গ্রামের মাটির রাস্তা ধরে কৃষকের গাড়িতে চেপে যাওয়ার সময় হঠাৎ গাড়ির চাকা কাদায় আটকে যায় আর সেই সুযোগেই কিছু অচেনা মানুষ ঋষিকে টেনে নিয়ে যায়। উজির আতঙ্ক, বারবার চারপাশে তাকিয়ে স্বামীকে খোঁজার অসহায়তা যেন দর্শকেরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আর ঠিক যখন সবাই ধরে নিচ্ছে এটা কোনও সাধারণ অপহরণ, তখনই আসে গল্পের সবচেয়ে বড় চমক! গাড়ির চালক যাকে উজি এতক্ষণ বিশ্বাস করেছিল, সে আসলে ছদ্মবেশে নিশা!
এরপর জি বাংলার তরফে সদ্য প্রকাশিত প্রোমো যেন আরো উত্তেজনা বাড়িয়েছে। প্রোমোটিতে আরও দেখা গেছে, ঋষির নিখোঁজ হওয়ার খবর শুনে বাড়ির সবাই চিন্তায় দিশেহারা আর উজি বসে আছে থানায়। সে ভাবছে সত্যিই কী এত বড় ক্ষতি হয়েছে ঋষির! এরপর দেখা যায়, অন্য কোথাও নিশা বন্দি করে রেখেছে ঋষিকে আর তার মনে চলছে আরও বড় কোনও পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? এটা কি শুধু প্রতিশোধ, নাকি তার ভেতরে আরও কোনও অমীমাংসিত যন্ত্রণা?
আরও পড়ুনঃ ‘ন্যাকা মহিলা’, ‘হাঁপানি রোগী’, ‘অন্য কারোর বাহুলগ্না হতে আপত্তি নেই, যত সমস্যা জিতুর সঙ্গে!’ জিতু-দিতিপ্রিয়া দ্বন্দ্বে নায়িকার বিরুদ্ধে চরম ক্ষো’ভ নেটিজেনদের
প্রোমোটি প্রকাশ হতেই দর্শকের প্রতিক্রিয়ায় উপচে করছে সমাজ মাধ্যম। কেউ বলছেন, ‘এবার উজিই দাঁড়াবে দিদির বিপক্ষে!’ আবার কেউ মনে করছেন নিশার আচরণের পিছনে এমন কোনও সত্য আছে যা গল্প পালটে দেবে সম্পূর্ণভাবে। অনেকে আবার অনুমান করছেন, উজি-ঋষির সম্পর্কেই আসতে চলেছে বড় মোড়। শেষমেশ কি ভালোবাসা প্রতিশোধকে হারাবে, নাকি নিশার প্ল্যানেই সব বদলে যাবে? নতুন প্রোমো প্রকাশের পর এখন একটাই প্রশ্ন, পরের পর্বে সত্যিই কী দেখতে চলেছে দর্শক?
