জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হাঁপানিতে দম ফুরিয়ে আসছে ফুলকির, স্ত্রীর নাকের সামনে কর্পূর ধরল রোহিত! বাস্তবের এক জরুরিকালীন টোটকা শিখিয়ে দিল ‘ফুলকি’

১২ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’। আর ঠিক সেদিন থেকেই জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ‘ফুলকি’র প্রথম পর্বেই ফাটাফাটি পর্ব দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। তবে সেই ট্যুইস্ট আনতে গিয়েই বেশকিছুবার ট্রোলের মুখেও পড়েছে ‘ফুলকি’। তবে ধারাবাহিকের প্রথম পর্ব বেশ পছন্দ হয়েছিল দর্শকেদের। প্রথম পর্বেই ছিল বেশ কয়েকটি সাসপেন্স। রোহিতের অতীত কি? রোহিতের আগের স্ত্রী কে ছিল? এখনও সাসপেন্স রয়েছে অনেকটাই।

অন্যদিকে ধারাবাহিকের প্রতিটি তারকার অভিনয় দর্শকদের লেগেছে ফাটাফাটি। অভিষেক দার অভিনয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই, এককথায় অনবদ্য। নেতাজি ফিরেছে এক আলাদাই রূপে। নবাগতা দিভ্যানিকে দেখে মনে হচ্ছে না, এটা তার প্রথম মেগা। যেমন সুন্দর লিপসিং, তেমন সুন্দর এক্সপ্রেশন। একদিকে শান্ত, রাগী, অতীতের কিছু ঘটনায় মর্মাহত নায়ক, অপরদিকে চঞ্চল, খুশমেজাজী নায়িকা।

দুই ভিন্ন মনের মানুষের প্রথম সাক্ষাৎ। গল্পের নায়িকার গায়ে রয়েছে অনেক শক্তি, বক্সিং-এ টক্কর দেয় ছেলেদের। যদিও তার হাঁপানির সমস্যা রয়েছে। নায়িকা নবগোতা হলেও নায়িকার অভিনয় মন কেড়েছে দর্শকদের। তার স্পষ্টবাদী মনোভাব ও স্পষ্ট কথার সাথে অভিনয় খুব পছন্দ হয়েছে দর্শকদের। অন্যান্য ধারাবাহিকের মতো কিছুদিনের মধ্যেই ‘ফুলকি’তেও এসেছে বিয়ের ট্র্যাক। রোহিতের অফিসের কর্মরত সকলের কাছে রোহিত ও ফুলকির এক ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তে জ্যাঠুমনি রোহিতের সঙ্গে ফুলকির বিয়ে দেয়।

ফুলকি-রোহিতের জীবনের নতুন অধ্যায়

যদিও এই বিয়ে ফুলকি ও রোহিত দুজনেই মন থেকে তেমন মেনে নেয়নি। সাথে মেনে নেয়নি রুদ্রের জ্যাঠিমনিও। তবে ফুলকি এই বিয়েতে সম্মতি দিলেও রোহিতের মনে রয়েছে এখনও তার প্রাক্তন। বিয়ের পরেরদিনই সেকথা বৌদিকে জানায় রোহিত। রোহিতের মুখে এমন কথা শুনে অবাক হয় বৌদি। রোহিত জানায়, সে এখনও শালিনীকে ভালোবাসে, সে ছিল তার সমবয়সী। তাই তার সঙ্গে বন্ধুত্ব ছিল অনেকটাই গাঢ়। কিন্তু তারপরও ফুলকির সরলতা রোহিতকে ভালোবাসতে বাধ্য করবে এমনটাই আশা রাখছেন সকলে।

আরও পড়ুনঃ ‘স্বামী হওয়ার যোগ্যতা তো নেই, প্রফেসর হয়ে পেশা আর ব্যক্তিগত জীবনকেও আলাদা করতে জানে না’! মেঘের সঙ্গে নীলের ব্যবহার দেখে আবার রেগে খাপ্পা দর্শক

শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রোহিতের টোটকা

প্রথম থেকেই তাদের মধ্যে দুষ্টু-মিষ্টি সম্পর্ক বেশ মন কেড়েছে দর্শকদের। দেখা যায়, কালরাত্রির দিনে রাতেরবেলা ফুলকির শ্বাসকষ্ট হয়। এদিকে ইনহেলার আনতে সে ভুলে যায়। আর তখন রোহিত অনেকটাই বিচলিত হয়ে যায়। স্পোর্টসের নিয়ম অনুযায়ী ফুলকিকে কর্পূর শুকিয়ে সাময়িক রিলিফ দেওয়ার চেষ্টা করে রোহিত। আর তারপর সে ঠিকও হয়ে যায়। রোহিত একসময় বক্সিং খেলত, সেখান থেকেই শেখা টোটকার প্রয়োগ করল এখানে। আর এটা হয়তো অনেকেরই অজানা। এভাবেই দর্শকদের হঠাৎ এরূপ সমস্যার এক সহজ সমাধানের কথা জানালেন ফুলকির লেখিকা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page