জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পাল্টে গেল পিলুর রূপ! শাড়ি পরে ওয়েস্টার্ন গানে নাচ! এ কী অবস্থা পিলুর?

জি বাংলায় বর্তমানে এক জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে পিলু। সোমবার থেকে সন্ধে ছটার সময় দেখা যাবে এই ধারাবাহিক। গ্রামের মেয়ে হলেও এই চরিত্রে নেই কোন ন্যাকামি। তাই স্বাভাবিকভাবেই দর্শক এই চরিত্রটিকে খুব ভালোবাসে।

সবথেকে বড় কথা পিলু ধারাবাহিকের প্রোমোতে যা দেখানো হয় খুব তাড়াতাড়ি সেই ভিডিও অর্থাৎ সেই পর্ব সামনে চলে আসে। ফলে বেশিদিন অপেক্ষা করতে হয় না। একদম টানটান রহস্য বজায় থাকে এবং দিনের শেষে সেই রহস্যের খোলাসা হয়ে যায়।

এর মধ্যেই দেখা গেছে বড় ম্যাডামের কাছে মল্লারের আসল মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে পিলু। মল্লার অন্যায় ভাবে রঞ্জাকে বিয়ে করেছে এবং সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। তাই এবার পিলু, আহির এবং রঞ্জা সকলে মিলে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে মল্লারকে।

তবে এর মধ্যে এলো একটি চমক। নিজের পোশাকে ওয়েস্টার্ন গানে কোমর দোলালো পিলু অর্থাৎ মেঘা দাঁ। আজ কয়েক সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে সে ইনস্টাগ্রামে।


সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। মেঘা এমনিতেই যে ভালো নৃত্যশিল্পী তা প্রমাণ হয়েছে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোয়ে। তবে ধারাবাহিকের পোশাকে সে যে এভাবে চমক দেবে সেটা বোঝা যায়নি। তাই দর্শক হতবাক।

Piya Chanda

                 

You cannot copy content of this page