জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপিতে রাজত্ব ‘পরশুরাম’-এর , পিছু হটল ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি!’ কোথায় দাঁড়িয়ে বাকি ধারাবাহিকেরা?

সকাল থেকে রাত—কাজের ফাঁকে, ক্লান্ত সন্ধ্যায় কিংবা ডিনারের সময়—বাঙালি ঘরের প্রতিটি কোনে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন দর্শক। ধারাবাহিক শুধু গল্প নয়, বরং প্রতিটি চরিত্র যেন হয়ে ওঠে পরিবারের এক সদস্য। কার জীবনে কী ঘটছে, কে কাকে ঠকাচ্ছে, কে কার পাশে দাঁড়াচ্ছে—এসব নিয়ে তৈরি হয় অন্দরমহলের আড্ডা।

এই ধারাবাহিকের সঙ্গে শুধু সম্পর্ক গড়ে ওঠে না, বরং তাদের ভাগ্য নির্ধারণেও অংশ নেন দর্শকরা। তাদের দেখা, প্রতিক্রিয়া, ভালোবাসা—সব কিছুর ভিত্তিতেই তৈরি হয় টিআরপি। এক একটি চরিত্র দর্শকের মনে এতটা প্রভাব ফেলে যে তার সুখ-দুঃখ নিয়েই বাঁচে আজকের বাংলা ধারাবাহিক।

প্রতিটি সপ্তাহের টিআরপি মানেই চ্যানেলগুলির কাছে রুদ্ধশ্বাস পরিস্থিতি। কোন ধারাবাহিক শীর্ষে, কে হারাচ্ছে জায়গা, কার গল্প মন ছুঁতে পারছে না—এসব হিসাবেই নির্ধারিত হয় বিজ্ঞাপন, সম্প্রচারের সময়, এমনকি ধারাবাহিকের ভবিষ্যৎ। সেই কারণেই গল্পে আনোয়া হয় নাটকীয় মোড়, হঠাৎ ফিরিয়ে আনা হয় পুরনো চরিত্র, বদলে ফেলা হয় ট্র্যাক।

এই সপ্তাহেও টিআরপি তালিকার সিংহাসনে দুর্দান্তভাবে নিজের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম’ (6.7)। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘পরিণীতা’ ও ‘ফুলকি’ (6.4)। কিছুটা পিছিয়ে, তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ (6.3)। এরপর রয়েছে নতুন লুকে জমে ওঠা ‘রাঙামতি’ (6.1), আর তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘গৃহপ্রবেশ’ (5.4)।

আজকের টিআরপি লিস্ট এক নজরে দেখে নেওয়া যাক

১ম • পরশুরাম – 6.7
২য় • পরিণীতা, ফুলকি – 6.4
৩য় • জগদ্ধাত্রী – 6.3
৪র্থ • রাঙামতি – 6.1
৫ম • গৃহপ্রবেশ – 5.4

Piya Chanda

                 

You cannot copy content of this page