জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি এখনও…সবাই শান্তি রাখুন!” জিতুকে বাদের পর, গুঞ্জনে ছড়িয়েছে রণজয়েরই নাম! এবার নিজেই জানালেন ‘নতুন আর্য’ জল্পনার সত্যতা কতটা! ‘চিরদিনই তুমি যে আমার’এ তাহলে নতুন আর্য হচ্ছেন তিনি? নাকি থাকছেন জিতুই?

একাধিক বিতর্ক, সেটে টানাপোড়েন আর দর্শকদের রাগ মিলিয়ে জি বাংলার বহুচর্চিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) এখন যেন এক অনিশ্চিত ঘূর্ণির ভেতরে দাঁড়িয়ে। কারও দাবি, সমস্যার সূত্রপাত নাকি অনেক আগেই। অন্য কারও মতে আবার হঠাৎ করেই কোনও বড় ষড়’যন্ত্রের শিকার হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে একটা বিষয় স্পষ্ট যে আপাতদৃষ্টিতে যেটুকু দেখা যাচ্ছে তার চেয়ে ভেতরের অস্থিরতা আরও গভীর! পর্দার সামনে চরিত্রগুলোর যেমন সম্পর্ক, সেটের ভেতরে তা নাকি এখন আর খুঁজে পাওয়া যায় না, এমনটাই দাবি বহু শিল্পী-কলাকুশলীর।

এর মাঝেই অভিনেতা জিতু কমলের তোলা অভিযোগ যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। অসহযোগিতার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে, তাঁর এই মন্তব্য দর্শকদের মধ্যে দারুণ বিতর্ক ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, প্রতিদিনের গল্পের মতোই নাকি এই শুটিংয়েও চলছে ‘দুই পক্ষের টানাটানি’। অন্যদিকে দিতিপ্রিয়ার বক্তব্য ছিল ঠিক উল্টো, তিনি বলেছেন কাজ নির্ধারিত নিয়মেই চলছে। একই ধারাবাহিকে দুই প্রধান মুখের বিপরীত দাবি পরিস্থিতিকে ধোঁয়াশায় ঢেকে দিয়েছে।

দর্শকেরা তাই এখন গল্পের থেকেও বেশি আগ্রহী হয়ে উঠেছেন, কী হচ্ছে ক্যামেরার পেছনে সেটা জানতে! এতকিছুর পর প্রযোজনা সংস্থার দীর্ঘ বৈঠকেও যখন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বেরোল না, তখন থেকেই জল্পনা চরমে। নায়ক বদল সত্যিই হতে চলেছে কি না, নিয়ে প্রতিটি দর্শক নিজেদের মতো করে মত দিচ্ছেন। কারও মতে দিতিপ্রিয়ার আচরণেই সমস্যা, আবার কারও দাবি জিতুই অযথা বিতর্ক করেন। এমন অবস্থায় হঠাৎই সকাল থেকে ছড়াতে শুরু করে নতুন গুঞ্জন– আর্য চরিত্রে জিতু কমল আর থাকছেন না, তাঁর জায়গায় নাকি আসছেন রণজয় বিষ্ণু!

এই এক খবরেই আবার নতুন করে উত্তেজনা বাড়ে ধারাবাহিকপ্রেমীদের মধ্যে। রণজয়ের অভিনয়গুণ, আবেগ মেলানোর দক্ষতা মিলিয়ে অনেকেই মনে করতে শুরু করেন, তাঁকে আর্য চরিত্রে দেখলে অস্বস্তি হবে না। তাঁর আগের কাজগুলোও দর্শকদের ভরসা বাড়িয়েছে। তাই সকাল থেকেই চারদিকে একটাই আলোচনা, নতুন আর্য কি রণজয়ই? নির্মাতাদের নীরবতা জল্পনাকে আরও উসকে দেয়। কেউ বলছেন, বিষয়টা নাকি প্রায় নিশ্চিত। আবার অন্য কেউ বলছেন, এটা শুধু ‘টু গেট অ্যাটেনশন’-এর ট্রিক! তবে নিশ্চিত কিছু না জেনেও সমাজ মাধ্যম জুড়ে চলতে থাকে অভিনন্দন আর প্রশ্নের বন্যা।

ঠিক এইসবের মাঝেই বিকেল হতেই রণজয় বিষ্ণু নিজের সমাজ মাধ্যমে এসে সব জল্পনার ইতি টানেন। খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন বর্তমান পরিস্থিতি, “আমি এখনও অবধি নতুন কোনও কিছুর পার্ট নই। একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, তাই ব্যক্তিগতভাবে কোনও ফোন আমি ধরতে পারিনি। সবার কাছে ক্ষমা প্রার্থনীয়, শান্তি রাখুন!” অর্থাৎ, সকাল থেকে যে গুঞ্জন ছড়িয়েছিল, বিকেলে অভিনেতার নিজের বক্তব্যেই তা থেমে গেল। এখন তাই দর্শকদের একটাই প্রশ্ন, ‘চিরদিনই তুমি যে আমার’-এর নতুন আর্য তবে কে?

Piya Chanda