জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ঋষি বিনা অর্থহীন, তৃপ্তি পাচ্ছি না’, ‘হিরো ছাড়া গল্প মন ছুঁতে পারছে না, বরং প্রাণহীন মনে হচ্ছে ধারাবাহিক!’– সপ্তাহজুড়ে ঋষিহীন ‘জোয়ার ভাঁটা’, ক্ষোভে ফুঁসছে দর্শক! সমাজ মাধ্যমে উঠছে অবিলম্বে অপহরণের ট্র্যাক পাল্টানোর দাবি!

টেলিভিশনের পর্দায় টানটান উত্তেজনার গল্প দেখতেই দর্শক বসেন, কিন্তু সেই উত্তেজনা যখন হঠাৎ থেমে যায়, তখনই শুরু হয় বিরক্তি। জি বাংলার ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) সাম্প্রতিক পর্বগুলোতে ঠিক এই অভিযোগই জোরালো হয়েছে। টানা কয়েকটি পর্ব ধরে নায়ক ঋষিকে না দেখানোর সিদ্ধান্তে দর্শকরা যেন পুরো গল্প থেকেই সংযোগ হারিয়ে ফেলছেন! হিরোকে বাদ দিয়ে শুধু নিশা-উজি কেন্দ্রিক দৃশ্য চলতে থাকায় বহু দর্শকের প্রশ্ন, গল্প যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তবে নতুন পর্ব দেখার আসল আনন্দ কোথায়?

অন্যদিকে, ঋষির অপহরণের ট্র্যাক নিয়ে উৎসাহ ছিল প্রচুর। কিন্তু সেই রহস্য অনেকদিন ধরে টেনে নিয়ে যাওয়ার ফলে গল্প নাকি ক্রমে ভারী হয়ে উঠছে বলে অভিযোগ উঠছে। দর্শকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে সমাজ মাধ্যমে লিখছেন, ‘যদি ঘটনাই না এগোয়, তবে রহস্যের রোমাঞ্চও নষ্ট হয়ে যাবে।’ বিশেষত, গত সপ্তাহজুড়ে অপহরণের পরেও ঋষির কোনও উপস্থিতি না থাকায় ক্ষোভ আরও বেড়েছে। কেউ কেউ তো সরাসরি বলেছেন, ‘হিরো ছাড়া গল্পের ধারা মন ছুঁতে পারছে না, বরং প্রাণহীন মনে হচ্ছে ধারাবাহিক!’

একদিক থেকে দেখলে, নিশার প্রতিশোধের প্লট এখন গল্পের সবচেয়ে আলোচিত জায়গা। কিন্তু সেটাকেই কেন্দ্র করে পুরো স্ক্রিনটাইম চলে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে একইরকম দৃশ্যের পুনরাবৃত্তি। দর্শকদের কথায়, এভাবে একমাত্রিক হয়ে গেলে চরিত্রের তীক্ষ্ণতা থেকেও আগ্রহ হারিয়ে যায়। পর্দায় উজির আতঙ্ক, নিশার রাগ আর ধীর গতির গল্প নিয়ে অনেকেই লিখছেন, ‘গল্প এগোচ্ছে না, কেবল ঘুরপাক খাচ্ছে!’ আর এই অভিমতই এখন সমাজ মাধ্যমে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

তবে অন্য দিক থেকে বলা যায়, সিন-প্রেজেন্টেশন থেকে আবহ এবং চরিত্রদের আবেগময় দৃশ্য এখনও প্রশংসা পাচ্ছে। কিন্তু সেই প্রশংসাকেও ছাপিয়ে যাচ্ছে ‘হিরোহীন পর্ব’-এর ক্ষোভ। বহু দর্শকের মতে, হিরোকে বাদ দিয়েই পর্ব দেখানো যায় এটা ঠিক, কিন্তু সপ্তাহজুড়ে অনুপস্থিতি মানতেই পারছেন না তাঁরা। কেউ কেউ তুলনাও টানছেন, অন্য ধারাবাহিকে এমন পরিস্থিতি হলে ইতিমধ্যেই ট্র্যাক বদলানো হত বা চরিত্রকে ফিরিয়ে আনা হত।

সব মিলিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, ‘জোয়ার ভাঁটা’ এখন এমন মোড়ে দাঁড়িয়ে, যেখানে অভিনয় বা গল্পের আবহ নয় বরং গল্পের প্রধান চরিত্রের অনুপস্থিতিই আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছে। দর্শকের চাহিদা এখন একটাই, ‘ঋষিকে দ্রুত ফিরিয়ে আনা হোক আর অপহরণের রহস্য এখানেই শেষ হোক। আর গল্পটা যেন দুই বোনের বাইরে বেরিয়ে, অন্যদের নিয়েও সামনে এগোয়।’ এখন দেখার বিষয়, এই চাপের মুখে নির্মাতারা কবে গল্পের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেন।

Piya Chanda