জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে এখন পর্দার বাইরে উত্তেজনা আরও বেশি। হঠাৎই জল্পনা ছড়িয়েছে যে প্রযোজকের সঙ্গে বৈঠকের মাঝখানে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিনেতা জিতু কামাল। যদিও কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবুও খবরটি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। জিতুর অনুরাগীদের অনেকেই ক্ষোভে ধারাবাহিক বয়কটের ডাকও দিয়েছেন।
জিতুর পর কে ‘আর্য সিংহ রায়’ হবেন—এই প্রশ্নে জল্পনার পারদ ক্রমশই চড়ছে। প্রথমেই উঠে আসে রণজয় বিষ্ণুর নাম। অনেক দর্শকের মতে, এই চরিত্রের জন্য তিনিই যথাযথ মুখ। তবে রণজয় নিজেই জানিয়ে দিয়েছেন, তাঁকে এই ভূমিকায় দেখা যাবে না। ব্যস্ততার কারণে ফোন পর্যন্ত ধরতে না পারায় ক্ষমাও চেয়েছেন তিনি। ফলে রণজয়কে নিয়ে সমস্ত জল্পনায় আপাতত বিরতি।
এরপর আলোচনায় আসে স্টার জলসার জনপ্রিয় মুখ সাহেব ভট্টাচার্যের নাম। বলা হয়, ‘কথা’ শেষ হতেই তিনি নাকি ‘আর্য’ হিসেবে নতুন যাত্রা শুরু করবেন। কিন্তু এটিও নিছক গুঞ্জন বলেই মনে হচ্ছে। আজকাল ডট ইন-এর তরফে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। একইসঙ্গে আলোচনায় এসেছে অভিনেতা আদৃত রায়ের নামও, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।
পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জিতু কামালের এনওসি না জমা দেওয়ার খবর। কোনও শিল্পী মাঝপথে সিরিয়াল ছাড়লে এনওসি জমা দেওয়াই নিয়ম। তাই এটি না হওয়া পর্যন্ত পরিবর্ত অভিনেতা চূড়ান্ত হওয়া কঠিন বলেই মনে করছেন অনেকে। ফলে শেষ পর্যন্ত কে আর্য চরিত্রে অভিনয় করবেন, এখন সেদিকেই নজর সবার।
আরও পড়ুনঃ ‘ঋষি বিনা অর্থহীন, তৃপ্তি পাচ্ছি না’, ‘হিরো ছাড়া গল্প মন ছুঁতে পারছে না, বরং প্রাণহীন মনে হচ্ছে ধারাবাহিক!’– সপ্তাহজুড়ে ঋষিহীন ‘জোয়ার ভাঁটা’, ক্ষোভে ফুঁসছে দর্শক! সমাজ মাধ্যমে উঠছে অবিলম্বে অপহরণের ট্র্যাক পাল্টানোর দাবি!
সব মিলিয়ে এই নাটকীয় পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। টিআরপিতেও ঝকঝক করছে ‘চিরদিনই তুমি যে আমার’। গল্পে শিগগিরই আর্য ও অপর্ণার বিয়ে দেখানো হবে। কিন্তু দিতিপ্রিয়ার দেরিতে সেটে পৌঁছনো ও ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তোলাকে কেন্দ্র করে যে অশান্তির সূত্রপাত, তা এখন বাস্তবেই এক অন্যধরনের ড্রামা তৈরি করেছে।
