জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপিতে স্টার জলসার আবারও শক্ত অবস্থান! জিতু কমলের ছেড়ে যাওয়া মুহূর্তেই তুঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’-এর জনপ্রিয়তা! টিআরপিতে ধারাবাহিকের দুর্দান্ত সাফল্য যেন আবার প্রমাণ করলো তাঁর গুরুত্ব! সব মিলিয়ে, কে দখল করল শীর্ষস্থান? কে গেল বাদ?

প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা প্রকাশকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ওঠে বাংলা টেলিভিশন এবং নিত্যদিনের দর্শকদের। কোন গল্প দর্শকের মন ছুঁল, কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল– সেই প্রতিযোগিতার ছবিই আবারও ধরা পড়েছে নভেম্বরের তৃতীয় সপ্তাহের সর্বশেষ পরিসংখ্যানে। বৃহস্পতিবার, ২০ নভেম্বর প্রকাশিত এই সাপ্তাহিক তালিকা (TRP List) জানিয়ে দিল, উৎসবের মরসুম পেরিয়ে গেলেও ধারাবাহিকগুলোর মাঝে লড়াই এখন আরও জমাট। দর্শক বেঁধে রাখতে, আবেগ আর চরিত্রই একমাত্র হাতিয়ার, এই সপ্তাহের ফলাফল তারই নতুন প্রমাণ।

এবার নতুন তালিকার শীর্ষে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৭.১ নম্বর নিয়ে। সাধারণ মানুষের সংগ্রাম আর বাস্তবতার ছোঁয়ায় ধারাবাহিকটি আবার দেখাল, জনপ্রিয়তার মাপকাঠিতে এটি এখনও সবচেয়ে এগিয়ে। প্রতিটা পর্বের টানটান উত্তেজনা এবং চরিত্রগুলোর দ্বন্দ্ব দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছে নিখুঁতভাবে। এবার দ্বিতীয় স্থানেও রয়েছে স্টার জলসা ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.৯ নম্বর নিয়ে।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসারই ঐতিহাসিক জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (Raj Rajeswari Rani Bhabani), ৬.৫ নম্বর নিয়ে। চরিত্রের দৃঢ়তা এবং গল্পের ছন্দ এই ধারাবাহিককে নিয়মিতভাবেই উপরের সারিতে ধরে রেখেছে। ঠিক তার পরেই, চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), ৬.৩ নম্বর পেয়ে। পারুলের লড়াই আর রায়ানের সঙ্গে সম্পর্কের ওঠাপড়া এবং আবেগ এই ধারাবাহিককে আবারও স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে এনেছে।

পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার সুপরিচিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar), ৬.১ নম্বর নিয়ে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকটি নিয়মিতভাবে দর্শক টেনে রেখেছে এবং এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছুদিন ধরে ধারাবাহিকের মুখ্য চরিত্ররা নানান বিতর্কে জড়িয়েছেন। যার জেরে ধারাবাহিকের প্রধান অভিনেতা জিতু কমল সরে দাঁড়িয়েছেন আর্য চরিত্র থেকে। তার বিদায়ের মুহূর্তে ধারাবাহিকের এমন সাফল্য, আবারও প্রমাণ করে দিল তার মূল্য!

অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে দুটি ধারাবাহিক– স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Doriya), ৫.৯ নম্বর নিয়ে এবং জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ৫.৮ নম্বর পেয়ে। দুটি ধারাবাহিকই শেষ কয়েক সপ্তাহে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, যা ভবিষ্যতের প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for 3rd Week of November | 20th Nov | Thursday | BT •• পরশুরাম 7.1
2nd •• রাঙামতি 6.9
3rd •• রাণী ভবানী 6.5
4th •• পরিণীতা 6.3
5th •• চিরদিনই তুমি যে আমার 6.1
Trending
ও মোর দরদিয়া 5.9
জগদ্ধাত্রী 5.8

Piya Chanda