জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভাববোধে দর্শক ক্লান্ত, আর অপেক্ষা নয়! সাময়িক বিরতির পর এবার নতুন উদ্যমে ফিরছেন সোমরূপ! মৈনাককে ছাড়া ফাঁকা লাগছিল ‘পরিণীতা’র গল্প, ফিরে আসার খবরেই উচ্ছ্বসিত দর্শক! কবে থেকে আবার দেখা যাবে ধারাবাহিকে?

ছোটপর্দার অন্দর মহলে কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, জি বাংলার ‘পরিণীতা’য় (Parineeta) বসু বাড়ির প্রাণভোমরা ‘মৈনাক’কে কি আর দেখা যাবে না? এত অল্প সময়েই দর্শকদের মন জয় করা অভিনেতা ‘সোমরূপ দাস’ (Somrup Das) গত সপ্তাহে হঠাৎই শুটিং শেষ করে বিদায় নিয়েছিলেন আর সেই খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে ছড়িয়েছিল দুঃখ আর হতাশা। কারণ, পর্দায় বসু বাড়ির সবার কাছে যতই বকুনি খান, বাস্তবে অভিনেতা সুব্রত গুহ রায় থেকে শুরু করে উদয়, রিয়াজ– সবার সঙ্গেই তাঁর যে সম্পর্ক, তা দর্শকদের মন ছুঁয়ে যায় বারবার।

তাই হঠাৎ বিরতির কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছিল, এই চরিত্র কি তবে হারিয়েই গেল? চ্যানেলে তখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই আর এদিকে সোমরূপ নিজেও জানিয়েছিলেন, অন্য কোনও কাজে যোগ দেওয়ার জন্য নয় বরং একেবারেই ব্যক্তিগত কারণে চরিত্রটা বিদায় নিচ্ছে। তবু দর্শকেরা মানতে পারছিলেন না যে এত প্রিয় একটা চরিত্র এভাবে শেষ হয়ে যাবে। বসু বাড়িতে মাঝে মাঝে যেমন গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন হালকা হাসি-ঠাট্টার রসদই ছিল মৈনাক।

তাই কেউ কেউ চাইছিলেন নতুন কারও মাধ্যমে চরিত্রটি এগোনো হোক। আবার অনেকে বলছিলেন, বদলি নয় তাঁরা শুধুই সোমরূপকে দেখতে চান! অন্যদিকে, সুব্রত গুহ রায়ের বিদায়ের আবেগঘন পোস্ট আরও আলোড়ন তোলে দিয়েছিল এই নিয়ে। সেই পোস্টে পর্দার দাদুকে উদ্দেশ্য করে সোমরূপ বলেছিলেন, “ভুলে যাওয়ার কিছু নেই, তোমাকে ফোন করছি!” আর এটা শুনেই ভক্তদের মনে একটু আশা জাগেছিল। যেন বোঝা যাচ্ছিল, দূরে থাকলেও সম্পর্কের উষ্ণতা অটুট।

ঠিক তখনই অনেকে অনুমান করতে শুরু করেন, হয়তো বিরতির আড়ালে ঘুরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত রয়েছে! আর সেই আন্দাজই মিলল ফল, সপ্তাহ ঘুরতেই ধারাবাহিকের অন্যতম পার্শ্ব চরিত্র মল্লার ওরফে অভিনেতা রিয়াজ লস্কর এদিন নিজের সমাজ মাধ্যমের পাতায় সোমরূপের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন, “দাদা আমাদের ছেড়ে যেতে পারে না! সবার মন ভালো করতে হাজির আমাদের সোমরূপ, এবার বসু বাড়ি খুশিতে ভরে উঠবে!” খবরটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!

কারণ এমন একটা মজার চরিত্র ছাড়া ধারাবাহিকের প্রাণটাই যেন হারাতে বসেছিল। যারা ভেবেছিলেন বসু বাড়ির প্রাণটা নিভে গেছে, তারা আবারও আশায় বুক বাঁধলেন। রিয়াজের পোস্ট প্রকাশ্যে আসতেই মন্তব্যে ভরে গেছে, “মৈনাক না থাকলে বসু বাড়ি ফাঁকা লাগে”, “পরিণীতার মজা ফের ফিরে আসবে”, “ও ছাড়া গল্পের রংটাই ফিকে!” এমন আরও বহু আবেগের ঢেউ। এবার দেখার বিষয় কবে থেকে আবার চরিত্রটি পর্দায় হাজির হয় আর কি চমক আসে।

Piya Chanda