জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দর্শকদের জন্য জবর খবর! আবার‌ও পর্দায় ফিরছে স্রোত-সার্থক ফিরছে! জুটি বাঁধছেন মৈনাক-স্বপ্নীলা! আসছে নতুন ধারাবাহিক?

‘মিঠিঝোরা’-র দর্শকদের জন্য দারুণ খবর। যে জুটি একসময় টেলিভিশনপর্দায় ঝড় তুলেছিল—স্রোত ও সার্থক—তাঁরা ফিরছেন আবারও। নায়িকা রাইয়ের বোন স্রোতের ভূমিকায় স্বপ্নীলা চক্রবর্তী এবং সার্থকের চরিত্রে মৈনাক ঢোলকে একসঙ্গে দেখার জন্য ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন কাজের খবর জানালেন খোদ মৈনাক।

অভিনেতা আজকাল ডট ইনকে জানিয়েছেন যে তাঁরা আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন একটি মিউজিক ভিডিওয়। বড়পর্দা বা ছোটপর্দা নয়, বরং অন্য রকম এক অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছে এই জুটি। মৈনাকের কথায়, “২৭ তারিখ রিলিজ করছে আমাদের এই কাজটা। অনেক দিন পর স্বপ্নীলার সঙ্গে জুটি বাঁধছি, ভাবতেই ভীষণ ভাল লাগছে।” মিউজিক ভিডিওটির বিষয়বস্তু গোপন রাখলেও তিনি জানিয়েছেন, গল্পে একটি ঘড়ি গুরুত্বপূর্ণ চরিত্রের মতো ভূমিকা নেবে।

এই ভিডিওটির গান গেয়েছেন রূপক তিওয়ারি এবং পূর্বিতা শ্যামা বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছে এএফএম অরগ্যানিক। এমন অভিনব ধারণার মিউজিক ভিডিওতে স্রোত–সার্থককে আবার দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তাঁদের chemistry যে এখনও দর্শকদের মন জুড়ে রয়েছে, এই ঘোষণা থেকেই তা স্পষ্ট।

এখানেই শেষ নয়। আরও একটি নতুন মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন মৈনাক। ‘বর এল’ নামের এই ভিডিওটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। পুরো ভিডিওটি সাজানো হয়েছে বিয়ের আবহে, বিয়ের গানের সঙ্গে তাল মিলিয়ে। সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্যর কণ্ঠে গানটি। এই ভিডিওতে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ চরিত্র। সমাজমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে বরবেশে দেখা গেছে মৈনাককে।

বর্তমানে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে সুদেব চরিত্রে অভিনয় করছেন মৈনাক। তাঁর বিপরীতে রয়েছেন সাইনা চট্টোপাধ্যায়, যাঁকে দর্শক লাজু নামে চেনেন। গল্পে বউ অদলবদলের টুইস্টে এখন নন্দিনী দত্ত তাঁর বাড়িতে চলে এসেছে, আর সেই নিয়েই জমে উঠেছে ধারাবাহিক। টেলিভিশনে চলছে নতুন অভিযান, আর অন্যদিকে মিউজিক ভিডিওতে ফিরছে পুরনো প্রিয় জুটি—দুটি দিকেই জমজমাট মৈনাক ঢোল।

Piya Chanda

                 

You cannot copy content of this page