জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দায় নতুন দিদি! দিদি নং ১-এর সঞ্চালিকার পদ থেকে বাদ পড়লেন রচনা ব্যানার্জি? নতুন সঞ্চালিকা রুক্মিণী মৈত্র?

২৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিত অভিনীত নতুন ছবি হাঁটি হাঁটি পা পা। কিন্তু সিনেমা মুক্তির আগেই দর্শকরা পেয়ে গেলেন বাড়তি চমক। রুক্মিণী এবার হাজির হচ্ছেন ছোটপর্দায়, তবে কোনও ধারাবাহিকে নয়—তিনি আসছেন রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো দিদি নম্বর ওয়ান-এ। এই উপস্থিতি মূলত সিনেমার প্রচারের জন্য হলেও, তার স্বতঃস্ফূর্ততা ইতিমধ্যেই দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

আগামী রবিবার, ২৩ নভেম্বর রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড, শুধুমাত্র জি বাংলায়। রুক্মিণীর সঙ্গে খেলতে দেখা যাবে আরও চার জনপ্রিয় অভিনেত্রীকে—স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার। নাচ, গান আর হাসিঠাট্টায় ভরপুর থাকবে পুরো পর্বটি। ইতিমধ্যেই মুক্তি পাওয়া প্রমো ভিডিওতে দেখা গেছে রুক্মিণীর অনুরোধে রচনা কানে হেডফোন পরে দ্বিতীয় রাউন্ড খেলছেন। সিনিয়র শিল্পী হওয়া সত্ত্বেও রচনার আন্তরিক আচরণ দর্শকদের মন জয় করেছে।

হাঁটি হাঁটি পা পা ছবির প্রসঙ্গে বললে, ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ট্রেলার দেখে প্রথমে অনেকে ভেবেছিলেন ‘পিকু’-র ধাঁচে তৈরি হয়েছে এই সিনেমা। কিন্তু গল্পে রয়েছে একেবারে আলাদা আবেগ। এক সময় পরে বাবা শুধু বাবা নন—একজন মানুষ হিসেবেও তাঁর নানা দিক, সম্পর্ক আর অনুভূতি ফুটে উঠবে গল্পে। অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে চলতি বছরের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়।

রুক্মিণী ও চিরঞ্জিত ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অঞ্জনা বসু, যিনি চিরঞ্জিতের এক ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। রুক্মিণীর আত্মীয়ের ভূমিকায় দেখা যাবে তুলিকা বসুকে। এছাড়া সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ঈশিকা দে-সহ আরও বেশ কয়েকজন শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন।

সব মিলিয়ে বড়পর্দার আগে ছোটপর্দায় রুক্মিণীর এই বিশেষ উপস্থিতি দর্শকদের আরও বেশি করে উত্সাহী করে তুলেছে তাঁর নতুন ছবির জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page