Bangla Serial

কলির কেষ্ট সূর্য! তবে কি এবার দুই বউকে নিয়ে এক ছাদের তলায় থাকবে সে? প্রশ্ন তুলেছেন আত্মীয়-স্বজনরা

Anurager Chhowa Today Episode: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। শুরু থেকেই ধারাবাহিকপ্রেমী মহলে চর্চিত এই মেগা। চর্চার কেন্দ্রে সূর্য-দীপার সম্পর্ক। দুজনের মধ্যে পাহাড় সমান ভালোবাসা থাকলেও, অদৃষ্ট তাদের এক হতে দেয় না। কখনও মিশকা তো কখনও ইরা এসে পড়ে দুজনের মাঝে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৮ই জুন (Anurager Chhowa Today Episode 18th June)

বর্তমানে ধারাবাহিকের গল্পে সূর্য-দীপার মাঝে এসে দাঁড়িয়েছে ইরা। অন্য অধিকার না চাইলেও, সূর্যের স্ত্রীর মর্যাদা পেতে কমতি রাখছে না। এদিকে দীপাও এ বাড়িতে থাকছে। সূর্যকে ছেড়ে যাওয়ার জো নেই। কারণ দীপাকে না দেখতে পেলে তাণ্ডব নৃত্য শুরু করে সূর্য।

ডাক্তারবাবুর এহেন মানসিক পরিস্থিতিতে তাকে ছেড়েও যেতে পারছে না দীপা। আর ইরা যে সূর্যের বর্তমান স্ত্রী তাও মুহূর্তে মুহূর্তে ঢাক পিটিয়ে বলে চলেছে দীপার সামনে। দীপাকে আঘাত করে ও এই বাড়ি থেকে বের করে দেওয়া যেন একমাত্র উদ্দেশ্যে। নিষ্ঠুর না হলে কি আর মানুষের কাটা ঘায়ে কেউ নুনের ছিঁটে দেয়?

এদিন প্ল্যান করে খবরের কাগজে বিজ্ঞাপন দেয় ইরা। কাগজের বিজ্ঞাপন দেখে সেনগুপ্ত বাড়ির সকল আত্মীয়স্বজন এসে উপস্থিত হয় বাড়িতে। সূর্যের অবস্থা দেখে তাদের চোখে-মুখে কষ্টের ছায়া ফুটে ওঠে। তবে হাজারো প্রশ্নের মুখে পড়তে হয় বাড়ির সকলকে।

প্রশ্নবাণে বিদ্ধ হয়ে গেলে মেজাজ হারিয়ে ফেলে প্রবীরবাবু। এদিকে, ইরাও একের পর এক বৌ সুলভ কাণ্ড ঘটাতে থাকে। দীপাও পড়ে যায় অপ্রস্তুতে। সকলে মিলে একটাই প্রশ্ন করে, সূর্য কি তবে দুই বউকে নিয়ে এবার এক বাড়িতেই থাকবে?

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।