জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চোখ বেঁধে প্রেম করছে ঋদ্ধি খড়ি! মুহূর্তেই ভাইরাল জুটির দুষ্টুমি

কখনও হাত বাঁধা আবার কখনও চোখ বাঁধা- এভাবেই প্রেম করছে ঋদ্ধি-খড়ি জুটি। এদিকে গাঁটছড়ার এই জুটির প্রেম দেখে অভিভূত দর্শকরা। দুজনের ঝগড়া হলেও দুজনের এই কাছে আসার মুহূর্তে বেশ উপভোগ করছে মানুষ।

এক বাড়ি থেকে এবার এক ঘরে থাকছে দুজন। ঋদ্ধি যেমন বউয়ের জন্য নিজের জায়গা ছেড়ে দেবে না তেমন খড়িও ছাড়ার পাত্র নয়। তাই এর আগে রাহুল দ্যুতির বিয়ে সুস্থভাবে করাতে খড়ির হাত বেঁধে দেয় ঋদ্ধি। আর এভাবেই যেন কানামাছি খেলা খেলছে তারা।

তবে এই রাগারাগি বড় কিছু নয়, কারণ দর্শক মনে করছে এর মাধ্যমেই যেনো দুজন কাছাকাছি আসছে। ঋদ্ধি রাগারাগি মাঝে মাঝে দর্শকরাও অপছন্দ করলেও তাদের মনে হচ্ছে রাগ কমে গেলে হয়তো এই জুটি আবার কাছাকাছি চলে আসবে। ইতিমধ্যেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা Swag জুটির পুরস্কার পেয়েছে এই জুটি।

Khori Riddhi 1 1 scaled

চোখ বাঁধা অবস্থায় নিজের স্ত্রীকে সামনে পেয়ে যেনো কিছু মুহূর্তের জন্য যেন দুর্বল হয়ে পড়ে ঋদ্ধি। তবে এই আঁচ পেয়ে দূরে সরে যায় খড়ি। সব মিলিয়ে এই জুটির রোমান্স দেখতে মুখিয়ে রয়েছে মানুষ।

Piya Chanda

                 

You cannot copy content of this page