Connect with us

Bangla Serial

Icche Putul: মুখ হাত পা বেঁধে গিনির উপরে চরম অত্যাচার রূপের! বিপদের টের পেল মেঘ! কিভাবে বাঁচাবে সে?

Published

on

Gini Megh Rup

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় যে ধারাবাহিকটি পর্দা কাঁপাচ্ছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক টি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। আসলে শুরুর দিকে একেবারেই জনপ্রিয়তা না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের পর্দায় এখন অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিকটি। এবং দিনে দিনে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। বাঙালি দর্শকরা এখন এই ধারাবাহিকটি দেখার প্রতি এক আলাদা রকমের উত্তেজনা বোধ করেন। শুধুমাত্র চ্যানেলে নয় অনলাইনেও এই ধারাবাহিকের দারুন জনপ্রিয়তা।

বলাই বাহুল্য, ধারাবাহিকের এই ব্যাপক জনপ্রিয়তাকে মাথায় রেখেই এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করা হয়েছে।‌ এবং নতুন স্লটে আসতেই একেবারে স্লট লিডার হয়ে গেছে ধারাবাহিক ইচ্ছে পুতুল। বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই মুহূর্তের হট ফেভারিট ধারাবাহিক এটি। বিশেষ করে এই ধারাবাহিকের গল্পের রোমাঞ্চ দর্শকদের আকর্ষণ করছে।

এই ধারাবাহিকে এই মুহূর্তে দর্শকদের অন্যতম আকর্ষণ হচ্ছে রূপ এবং গিনির গল্প। গিনির উপরে রূপর অত্যাচার শেষ হচ্ছে না।‌ কবে সে রূপের হাত থেকে মুক্তি পাবে, কবে মেঘ তাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে সেটাই এখন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

এ ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় রূপের বাড়িতে উপস্থিত হয়েছে তার গার্লফ্রেন্ড। আর সেই রূপকে দু চার কথা শুনিয়ে দেয় গিনি। আর কারর কথা শোনা ধাতে নেই রূপের। সে গিনির মুখ হাত পা বেঁধে তাকে স্টোর রুমে বন্ধ করে দেয়। আর গিনি যে এই নরক যন্ত্রণা ভোগ করছে তা স্বপ্নে দেখে মেঘের ঘুম ভেঙে যায়। সে আভাস পায় কোন‌ও বিপদ ঘটেছে। গিনিকে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করবে মেঘ? দেখতে ভুলবেন না কিন্তু ইচ্ছে পুতুল।