জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ অপেক্ষার অবসান, এত বছর পর ফের ছোটপর্দায় রুদ্রজিৎ-প্রমিতা! জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’তে জনপ্রিয় দম্পতির প্রত্যাবর্তনে বাড়ছে টেলিপাড়ার কৌতূহল! পল্লবীর নতুন ধারাবাহিকে কোন চরিত্রে থাকছেন তাঁরা?

বাংলা টেলিভিশনের দুই পরিচিত মুখ ‘রুদ্রজিৎ মুখোপাধ্যায়’ (Rudrajit Mukherjee) এবং ‘প্রমিতা চক্রবর্তী’কে (Pramita Chakraborty) অনেক দিন ধরেই ছোট পর্দায় দেখা যায় না। এই বিষয়টি নিয়ে দর্শকদের কৌতূহল কম নয়, তবে দু’জনের ব্যক্তিগত জীবন কিন্তু একদম অন্য খাতে বইছে। কয়েক বছর আগে তাঁদের সংসার শুরু হওয়ার পর থেকেই তাঁরা যেন আলোচনার কেন্দ্র থেকে একটু সরে গিয়েছিলেন। পর্দার জনপ্রিয় জুটি হওয়া সত্ত্বেও তাঁরা ব্যক্তিগতভাবে সময় দিতে চেয়েছিলেন নতুনভাবে শুরু হওয়া জীবনে। ফলে, দীর্ঘ বিরতির কারণ নিয়ে দর্শকদের মনে নানা প্রশ্ন জমতে থাকে।

তবে তাঁদের অভিনয়যাত্রার দিকে তাকালে স্পষ্ট বুঝতে পারা যায় যে দু’জনেরই কেরিয়ার ছিল যথেষ্ট উজ্জ্বল। প্রমিতা আগে একাধিক হিট ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেগুলোর মধ্যে ‘বধূবরণ’ কিংবা ‘সাত ভাই চম্পা’ আজও দর্শকের মনে রয়েছে। রুদ্রজিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, ‘পটল কুমার গানওয়ালা’, ‘বিজয়িনী’র মতো ধারাবাহিকে তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। তাই হঠাৎই তাঁদের কাজ কমে যাওয়া অনেকের কাছেই বিস্ময়কর লাগছিল।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ছোট পর্দার ধরণ, নতুন অভিনেতারা উঠে এসেছেন আর প্রমিতা ও রুদ্রজিতের মতো অভিজ্ঞ অভিনেতারা কোথায় যেন আড়ালে চলে গিয়েছেন। প্রায় তিন বছর ধরে তাঁদের কোনও নতুন চরিত্রে দেখা যায়নি। তবে তাঁরা বসে থাকেননি, সমাজ মাধ্যমে দু’জনেই এখন বেশ সক্রিয়, ব্লগিং এবং কনটেন্ট তৈরিতে নিজেদের নতুন পথ তৈরি করেছেন। শুধু দর্শকরাই নয় ইন্ডাস্ট্রির অনেকেই ভাবছিলেন, তাহলে কি সত্যিই তাঁরা আর ফিরবেন না টেলিভিশনে?

এই জল্পনার মাঝেই নতুন করে খুশির খবর। এবার শোনা যাচ্ছে, আবারও ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় দম্পতি। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’তে দেখা যেতে পারে দু’জনকে! আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় দীর্ঘ বিরতির পর ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা। তাঁর সঙ্গে থাকছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। আর এই নতুন গল্পেই প্রমিতা হতে পারেন রুপমঞ্জুরীর ছোট বোন লতা, রুদ্রজিৎ দেখা দিতে পারেন গোরার বড় দাদা বা সংসারের বড় ছেলের ভূমিকায়।

রুদ্রজিতের চরিত্রের নাম এখনও জানা যায়নি। দর্শকদের কাছে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এই জুটি বহুদিন পর আবারও টেলিভিশনে ফিরতে চলেছেন। তাঁদের অভিনয়ভঙ্গি, সহজ সরল উপস্থিতি এবং পর্দায় স্বাভাবিক রসায়ন অনেকেরই পছন্দের। দীর্ঘ বিরতির পর তাঁরা নতুন ধারাবাহিকে কেমন চরিত্রে আসছেন, তাঁদের উপস্থিতি কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে উত্তেজনা এখন থেকেই বাড়ছে। পরিবর্তনশীল ইন্ডাস্ট্রিতে তাঁদের পুনরাগমন শুধু ভক্তদের কাছেই নয় বরং পুরো ছোটপর্দার জন্যও এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page