জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের দিনেই ফের বিয়ে ভাঙার ঘোষণা স্মৃতি মন্ধানার! বিশ্বাসঘাতকতার অভিযোগে, পলাশের সঙ্গে সম্পর্কের ইতি, দৃঢ় সিদ্ধান্তে অনড় বিশ্বজয়ী ওপেনার!

সকল জল্পনার শেষ টানলেন স্মৃতি মন্ধানা। বহু দিনের সম্পর্ক, প্রস্তুতি সারা বিয়ের অনুষ্ঠান, পরিবারের উচ্ছ্বাস—সব কিছুর মাঝেই হঠাৎ ঘটে গেল অপ্রত্যাশিত মোড়। ভারতীয় তারকা ব্যাটার স্পষ্ট জানিয়ে দিলেন, পলাশ মুছলের সঙ্গে তাঁর বিয়ে আপাতত বাতিল। ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত, তবে সেই কারণ প্রকাশ্যে আনতে নারাজ স্মৃতি।

২৩ নভেম্বর বিয়ের দিন ঠিক ছিল। আগের সব অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু সেই সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। উদ্বেগের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই পরিবার আলোচনায় বসে স্থগিত রাখে বিয়ের অনুষ্ঠান। পরদিন অসুস্থ হয়ে পলাশও হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন চিকিৎসার পর ছাড়াও পান দু’জনে।

এই পুরো সময়জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা। দাবি করা হয়, বিয়ের অনুষ্ঠানের মধ্যেই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে পলাশকে। প্রকাশ্যে আসে একাধিক চ্যাট, উঠতে থাকে আরও কিছু নারীর নাম। নেটদুনিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক, পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকার অভিযোগ। যদিও পলাশের মা বলেছিলেন, বিয়ে ঠিকই হবে, সেই জল্পনা আর শেষ পর্যন্ত সত্যি হল না।

শুক্রবার ইনস্টাগ্রামে প্রথমবার কোনও ভিডিও শেয়ার করেন স্মৃতি। অনেকেই লক্ষ্য করেন, তাঁর হাতে নেই বাগদানের আংটি। সেখান থেকেই জল্পনা আরও খানিকটা জোরদার হয়। অবশেষে রবিবার স্মৃতি দীর্ঘ বিবৃতিতে জানান, তাঁর বিয়ে আপাতত বাতিল। ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনায় তিনি ক্লান্ত, তাই সবাইকে অনুরোধ করেছেন তাঁদের গোপনীয়তাকে সম্মান করতে।

স্মৃতি জানিয়েছেন, দেশের হয়ে এখনও অনেক দায়িত্ব বাকি। তাঁর লক্ষ্য আরও সাফল্য, আরও ট্রফি। সাম্প্রতিক ঘটনাগুলো তাঁকে ভীষণভাবে আঘাত করলেও এবার নিজেকে নতুন করে গুছিয়ে তুলতে চান তিনি। ক্রিকেটকেই ফের নিজের একমাত্র লক্ষ্য করে এগিয়ে যেতে প্রস্তুত ভারতের বিশ্বজয়ী ওপেনার।

Piya Chanda