জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বেচারি নিশা এতো টাকা লুট করেও জামা নেই…দয়া করে এবার নতুন জামা দেওয়া হোক, এই দুটো জামা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি!’ গল্পের টানটান উত্তেজনা নয়, আলোচনার কেন্দ্রে বিভার একঘেয়ে পোশাকে! ‘জোয়ার ভাঁটা’র ক্লান্ত দর্শকদের প্রতিবাদে সরগরম সমাজ মাধ্যম!

জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) কয়েক মাস ধরে চলছে, কিন্তু এখন গল্পের থেকেও বেশি আলোচনা হচ্ছে একটি অন্য বিষয় নিয়ে। দর্শকদের অভিযোগ, প্রধান চরিত্র নিশা যে বিভা নামে কলকাতায় নতুন পরিচয়ে রয়েছে, তাকে সব সময় একই পোশাকে দেখা যায়। পর্দার অন্যরা প্রতিদিন নতুন সাজে হাজির হলেও বিভার পোশাকে পরিবর্তনের কোনও হদিস নেই! এই অদ্ভুত বৈপরীত্যই এখন ধারাবাহিকটির দর্শকদের সবচেয়ে বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গল্পে দুই বোন উজি এবং নিশার জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা, একজন পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে আর অন্যজন প্রতিশোধের আগুনে সাই’বার ক্রা’ইমের খেলা খেলতে অভ্যস্ত। দুই চরিত্রের এই বিপরীত মানসিকতা দর্শকদের আগেই আকর্ষণ করেছিল। কিন্তু ধারাবাহিকের অগ্রগতির সঙ্গে সঙ্গে, চরিত্রের গভীরতার চেয়ে পোশাকের এই পুনরাবৃত্তি অনেকের কাছে বেশি চোখে পড়েছে। বিশেষ করে বিভার সাজগোজ যে গল্পের বাস্তবতার সঙ্গে কোনওভাবেই মানাচ্ছে না, সেই অতৃপ্তি একের পর এক মন্তব্যে স্পষ্ট।

নিশা ওরফে বিভার চরিত্রটি এমনভাবে লেখা হয়েছে, যে প্রতিশোধ নিতে নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। অথচ পর্দায় তার সাজসজ্জা সেই পরিচয়ের সঙ্গে মিলছে না বলেই অভিযোগ ভক্তদের। কেউ মজা করে বলছেন, “এত টাকা লুট করার পরেও নিশার কেন মাত্র দু’টি পোশাক, এটাই নাকি এখন বড় সাসপেন্স!” কেউ আবার লিখছেন, নিশা এত ধনী সাজলেও তার আলমারি নাকি শুধু এক জোড়া জামাতেই ভরা। এই ব্যঙ্গ-বিদ্রুপই প্রমাণ করছে দর্শকেরা হাস্যরসের মাধ্যমে হলেও, অসন্তোষ স্পষ্ট করে দিচ্ছেন।

অন্যদিকে, সত্যিকারের অনুরাগীরা মনে করছেন যে এই পোশাকের পুনরাবৃত্তি চরিত্রের প্রতি অবহেলা দেখায়। সামাজিক মাধ্যমে বহুজনই লিখেছেন, নিশা চরিত্রটাকেই তাঁরা দেখতে ভালবাসেন, কিন্তু একই পোশাকে প্রতিদিন তাকে দেখলে ধারাবাহিক দেখার আগ্রহ নষ্ট হয়ে যায়। এমনও মন্তব্য এসেছে যে, আবার যদি তাঁকে একই সবুজ জামা পরে দেখা যায়, তাহলে অনেকে দেখা ছেড়েও দেবেন! চরিত্রের শক্ত অভিনয় সত্ত্বেও এমন একটি ছোট বিষয় পুরো ধারাবাহিকের গ্রহণযোগ্যতাকে নষ্ট করছে বলে তাঁদের মত।

ধারাবাহিকটি প্রতিশোধ, প্রতারণা, দুঃখ আর বুদ্ধিমত্তার টানটান গল্প নিয়ে এগোলেও এই পোশাক সমস্যাই এখন আলোচনার কেন্দ্রে। দর্শকদের অভিযোগ, এমন জনপ্রিয় ধারাবাহিকের চরিত্র নির্মাণের ক্ষেত্রে যত্ন আরও বেশি হওয়া উচিত। গল্পের নাটকীয়তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চরিত্রের বহিরঙ্গসজ্জাও দর্শকের চোখে সমান জরুরি। তাই সমাজ মাধ্যমে দর্শকদের দাবি একটিই, ‘বিভাকে অবিলম্বে নতুন পোশাক পরানো হোক!’ কারণ গল্পের সঙ্গে দর্শকের সংযোগ রক্ষা করতে গিয়ে এমন সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে।

Piya Chanda