দুই বোন নিশা এবং উজির জীবন যেন রোজ নতুন মোড় নিচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে কয়েক মাস আগেই, তবে এই দুই বোন দর্শকের মনে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে এরই মধ্যে। অভিনেত্রী ‘শ্রুতি দাস’ (Shruti Das) আর ‘আরাত্রিকা মাইতি’র (Aratrika Maity) যেন প্রতিটা দৃশ্যে প্রাণ ঢেলে দিচ্ছেন আর নেটিজেনরা প্রতিনিয়ত এই নিয়ে চর্চাও করছেন।
ধারাবাহিকের গল্প একেবারে মর্মস্পর্শী। নিশার বিয়ের দিনে বাবার আকস্মিক মৃ’ত্যু এবং তারপর বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে তারা প্রতিশোধের খেলা শুরু। ঋষি ব্যানার্জির পরিবারের থেকে প্রতিশোধ নিতে নিশা নানান অপরাধের সাহায্য নিয়ে চলেছে। তার সাথে উজি এই বন্ধু ভানুর চেষ্টায়, সে অপরাধ করেও বারবার বেঁচে যাচ্ছে। পরিচয় গোপন রেখে ঋষির সঙ্গে উজির বিয়ে দেওয়া এবং এরপর নানা ষড়যন্ত্র, সব মিলিয়ে উত্তেজনার মাত্রা দিন দিন বাড়ছে।

তবে, এদিন প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে দুই বোন এবার দাদার মৃ’ত্যুবার্ষিকীর কাজ করছে। উজির মুখে শোনা যায়, পাঁচ বছর কেটে গেলেও তারা দাদার হ’ত্যার সত্যটা বের করতে পারেনি। তবে এবার মজার এবং ভয়ংকর বিষয় হলো, সেই হত্যার সঙ্গে ঋষি জড়িত আর এটা কেউ জানে না। এটাই দর্শকের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। প্রোমোর পরবর্তীতে দেখা যায়, ঋষি গাড়ি চালিয়ে সেখান দিয়েই যাচ্ছে, যেখানে উজিরা কাজ করছে।
হঠাৎ উজিকে দেখে কৌতূহলবশত সে নাম ধরে ডেকে ওঠে। এই নতুন মোড় নিয়ে দর্শকদের মনে একাধিক প্রশ্ন জেগেছে। এবার নিশা ও উজি কি আবার কোন কৌশল অবলম্বন করবে নিজেরা বাঁচার জন্য, নাকি ঋষি সত্যিটা জানতে পারবে? বাবার ঘাতকের প্রতিশোধের সঙ্গে এখন কি দাদার হ’ত্যার প্রতিশোধের দায়ও ঋষির কাঁধে এসে পড়বে? এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গল্পকে আরও গভীর এবং আবেগঘন করে তুলেছে।
আরও পড়ুনঃ “কাগজে কলমে আমাদের বিয়ে হয়নি”— এত বছর লুকিয়ে রাখা সত্যি হঠাৎ প্রকাশ্যে এনে ঠিক কী ইঙ্গিত দিতে চাইছেন প্রান্তিক? সম্পর্ক ভাঙনের পেছনে কি তবে আরও কোনও অজানা কারণ লুকিয়ে রয়েছে?
তবে, ‘জোয়ার ভাঁটা’ এখন শুধু দুই বোনের প্রতিশোধের গল্প নয বরং এটি দর্শকদের হৃদয়ে উত্তেজনা, অনিশ্চয়তা আর আবেগের নতুন ঢেউ তুলছে। নিশা-উজির সামনে এবার দাদার মৃ’ত্যুর রহস্য এবং সেই রহস্যের সঙ্গে সম্পর্কিত ঋষি, সব মিলিয়ে দর্শককে পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহী করে তুলেছে। উজির মনে ঋষির জন্য যেটুকু সহানুভূতি জেগেছিলে সেটাও কি আবার নষ্ট হয়ে যাবে? এখন শুধু অপেক্ষা, কোন দিক থেকে গল্প নতুন মোড় নেবে এবং কে সত্যিই জিতবে এই প্রতিশোধের খেলা।
