জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিরাট চমক! ১৮ বছর পর ফিরে এলো সোনা-রূপা! এবার এক করবেই সূর্য-দীপাকে

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় দর্শকদের চোখে সবথেকে পছন্দের ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। আসলে এই ধারাবাহিকে টিআরপি তালিকাই হল সবথেকে বড় প্রমাণ। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থানে দাপট দেখাচ্ছে অনুরাগের ছোঁয়া।

উল্লেখ্য, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা জুটি সূর্য-দীপা ছাড়াও বিভিন্ন সব চরিত্র দর্শকদের ভীষণ প্রিয়। সে দীপার শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত হোক বা খলনায়িকা মিশকা সবাই দর্শকদের পছন্দের। কিন্তু এরই মধ্যে এমন দুজন রয়েছেন যারা ধীরে ধীরে হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্রাণ। হ্যাঁ, কথা বলছি সূর্য-দীপার মেয়ে সোনা-রূপা‌।

বলাই বাহুল্য নিজের মা-বাবার সত্যি বহুদিন আগেই জেনে গেছে রূপা। এখন নিজের মা-বাবার সত্যি সম্পর্কে অবগত সোনাও। যদিও সূর্য-দীপার মধ্যে এখনও মান-অভিমানের পালা চলছে এখনও। তাদের মধ্যে মিলনের কোন‌ও সম্ভাবনা নেই বললেই চলে। যদিও দর্শকরা চান তাদের মিলন হোক।

অনুরাগের ছোঁয়ার গল্পে কি কোনও পরিবর্তন আসছে?

উল্লেখ্য, সোনা বড় হয়েছে সূর্যর কাছে আর রূপা দীপার কাছে। এরমধ্যেই এবার দেখানো হচ্ছে ১৮ বছর পেরিয়ে গেছে। বড় হয়ে গেছে সোনা-রূপা। বড়লোকের বখাটে মেয়েতে পরিণত হয়েছে সোনা। শুধুমাত্র পয়সা দিয়েই সবকিছুর বিচার করে সে। অন্যদিকে রূপা পেশায় চিকিৎসক।

তবে কি এবার হ্যাপি এন্ডিং এর পথে অনুরাগের ছোঁয়া?

সূর্যর হাসপাতালে গিয়ে নিজের বাবা কে চিনতে পারে সে। ঊর্মির ছেলের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে রূপার।‌ তার হাত ধরেই আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে রূপা। পথে-বিপদের হাত থেকে রূপা সোনাকে বাঁচালে তাকে টাকার গরম দেখিয়ে হাতে টাকা ধরিয়ে দিতে চায় সোনা। সে যাই হোক দীপার সঙ্গে সাক্ষাৎ হয় লাবণ্য সেনগুপ্তর।‌ ১৮ বছর পর আবারও মিলিত হয় সেনগুপ্ত পরিবারের সমস্ত সদস্যরা। তবে কি এবার হ্যাপি এন্ডিং এর পথে অনুরাগের ছোঁয়া? আসলে তেমন কিছু নয়। দর্শকরা চাইছেন এবার গল্পে একটু ভিন্নতা আনা হোক। বড় করা হোক সোনা-রূপাকে। গল্পে এবার একটু গতি নিয়ে আসার কথাই বলছেন দর্শকরা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page