জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিভিশনের বাইরেও জমছে অন্য গল্প! টলিপাড়ায় নয়া সম্পর্কের গুঞ্জন! নতুন সম্পর্কে সাহেব ভট্টাচার্য! অনুষার সঙ্গে সাহেবের সম্পর্ক নিয়ে চর্চা শুরু!

ওটিটি প্ল্যাটফর্ম (Ott Platform) এখন আর শুধু বিকল্প বিনোদনের মাধ্যম নয়, বরং তা নিয়মিত বিনোদনের সঙ্গী হয়ে উঠেছে। ছুটির দিন হোক বা ক্লান্তি শেষে এক কাপ চায়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত, ওটিটি আজ সকলের প্রিয় সঙ্গী। বিশেষ করে বাংলায় ভিন্ন স্বাদের গল্প বলার সুযোগ যেভাবে বাড়ছে, তাতে ওটিটিতে বিনিয়োগ বাড়ছে, বাড়ছে দর্শক আগ্রহও। এরই মাঝে শুরু হল এক নতুন যাত্রা করেছে আর এক ওটিটি।

‘দরশু ওটিটি’ (Darshoo ott) নামে নতুন একটি প্ল্যাটফর্ম, যা এবার বাংলার অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দেবে বলেই মনে করা হচ্ছে। এই ওটিটির যাত্রা শুরু হয়েছে চলতি মাসের শুরুর দিকেই। লঞ্চের সঙ্গেই একাধিক গল্পে জমজমাট হয়ে উঠেছে এই নতুন প্ল্যাটফর্ম। থ্রিলার, ড্রামা, রোম্যান্স, বিভিন্ন ঘরানার গল্প নিয়ে তারা হাজির হয়েছে দর্শকের সামনে। এর মধ্যেই নজর কাড়ছে একটি অরিজিনাল মুভি—’ডিভাইন জাস্টিস’।

রহস্য-রোমাঞ্চে মোড়া এই পরিচালনা করেছেন রাজীব চৌধুরী। অভিনয়ে রয়েছেন ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) এবং ‘অনুষা বিশ্বনাথন’ (Anusha Viswanathan)। প্রসঙ্গত, এই মুহূর্তে সাহেব ভট্টাচার্যকে দর্শক স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’য় অগ্নিভ চরিত্রে দেখছেন, ইতিমধ্যেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে অনুষা বিশ্বনাথনের ঝুলিতে রয়েছে একাধিক আসন্ন ওটিটি প্রজেক্ট ও সিনেমা। তাঁকে দর্শক সম্প্রতি দেখেছেন ‘জল থইথই ভালবাসা’ ধারাবাহিকে।

এই প্রথমবার ওটিটির পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। ছবিতে সাহেবের চরিত্রের নাম অনিন্দ্য, আর অনুষা অভিনয় করছেন রাধিকার ভূমিকায়। গল্প অনুযায়ী, তাঁরা একই আবাসনে থাকেন এবং একে অপরের খুব কাছের বন্ধু। ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হতে থাকে, কিন্তু একটি আকস্মিক ঘটনাই সমস্ত সমীকরণ বদলে দেয়। ঠিক কী সেই ঘটনা, যা অনিন্দ্য এবং রাধিকার জীবনে এক ঝড় তোলে?

কীভাবে বদলে যায় তাঁদের সম্পর্কের রসায়ন? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ‘ডিভাইন জাস্টিস’-এর গল্পে। এটি শুধু একটি গল্প নয়, বরং সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ এবং বিচারের খোঁজ—সব মিলিয়ে এক আধুনিক প্রেক্ষাপটে গড়ে ওঠা টানটান নতুন অভিজ্ঞতা। নতুন এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকরাও যে মুখিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ঠিক কতটা মন জয় করতে পারে এই জুটির রসায়ন।

Piya Chanda