জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একেই বলে প্রকৃত ভালোবাসা! দায়িত্বজ্ঞানহীন স্বামী অনির্বাণ! রাইয়ের চরম খারাপ দিনেও পাশে সেই শৌর্য্য

টিআরপিতে (Trp) সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (Mithijhora)। এই সিরিয়ালে দেখানো হচ্ছে তিন বোনের জীবনের ওঠা-পড়ার কাহিনি। মিঠিঝোরা সিরিয়ালে রাইয়ের চরিত্রে অভিনয় করা আরাত্রিকা মাইতি (Aratrika Maity) টেলি দুনিয়ায় খুবই পরিচিত মুখ। খেলনা বাড়ি সিরিয়ালে মিতুল চরিত্রে অভিনয় করে আরাত্রিকা ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে।

মিঠিঝোরা আজকের পর্ব ২৯শে আগস্ট (Mithijhora Today Episode 29th August)

গল্পের শুরুতেই দেখা যায়, স্রোত অর্থাৎ রাইয়ের বোন দিদির জন্য খুব মন খারাপ করতে থাকে। সে ক্লাস করতেও যেতে পারে না। কিছুতেই মনোযোগ দিতে পারছে না নিজের পড়াশোনায়। কারণ তার দিদির জন্য মন খারাপ হতে থাকে। দিদির চিন্তায় জেরবার হয়ে পড়ছে সে।

Mithijhora Today Episode 20th July

রায়ের স্বামী অনির্বাণ এবং তার প্রেমিক শৌর্য্যর কথা বলতে থাকে৷ তারা বলতে থাকে রাইয়ের শরীর খারাপের কথা নিয়ে৷ অনিকে রাই জানায় যে সে প্রেগন্যান্ট নয়। তার গর্ভে শৌর্য্যর সন্তান নেই। কিন্তু তার শরীরের লক্ষণগুলি অন্যরকম৷ হতে পারে কোনও জটিল রোগে আক্রান্ত সে। তাই শৌর্য্য বলে, রাইকে আরও ভালো ডাক্তার দেখাতে৷

অপরদিকে, স্রোত দিদির রিপোর্টগুলি নিয়ে ডাক্তারের কাছে যায়৷ ডাক্তার একটু অদ্ভুত ভাবেই বলে, হয়তো ক্যান্সারও হতে পারে। এই নিয়ে স্রোত খুব ভয় পেয়ে যায়। এবং বাড়িতে এসে সে তার বউমণিকে সবটা বলে৷

অন্যদিকে, শৌর্য্য রাইকে কল করে এবং তার শরীর খারাপ নিয়ে কথা বলতে থাকে। একজন ভাল ডাক্তারকে দেখানোর পরামর্শ দেয় রাইকে। ভাল ডাক্তারের খোঁজও সে দেবে৷ অনিদার সঙ্গে কী কথোপকথন হয়েছে সেটিও রাইকে বলে৷ এবং বলে যে অনিদার উপর রাগ না করে সে যেন একটা ভাল ডাক্তার দেখিয়ে নেয়। কারণ এই লক্ষণগুলি খুব একটা ভাল নয়৷ রাইয়ের পাশে থাকার আশ্বাস দেয় শৌর্য্য৷

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page