জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের ছোটপর্দায় ফিরছেন শ্রুতি দাস, কিন্তু কার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী?

ছোটপর্দা থেকে দীর্ঘদিনের বিরতির পর শ্রুতি দাস আবারও ফিরছেন দর্শকের ঘরে ঘরে। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে প্রথম আত্মপ্রকাশের পর ‘দেশের মাটি’-তে নোয়া চরিত্রে শ্রুতির দুর্দান্ত অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সময়ের সঙ্গে অভিনয়ের পরিসর বড় হলেও, দীর্ঘদিন টেলিভিশনের পর্দা থেকে দূরেই ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই মনে করছেন টলিপাড়া।

ওটিটি হোক বা বড়পর্দা, শ্রুতি নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন মাধ্যমে। ‘আমার বস’ ছবি কিংবা হইচই-এর ‘ডাইনি’ সিরিজে তাঁর অভিনয় পেয়েছে প্রশংসা। তবে ছোটপর্দায় যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, তার তুলনা টানেননি কোথাও। তাই ফিরতে চেয়েছিলেন সেই প্ল্যাটফর্মেই। যদিও এই ক’বছরে একাধিক অফার এলেও কখনও চরিত্র পছন্দ হয়নি, কখনও আবার শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে প্রজেক্ট। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় আসতে চলেছেন তিনি।

টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, আবারও জি বাংলার কোনও ধারাবাহিকেই দেখা যেতে পারে শ্রুতিকে। এর আগে ‘রাঙা বউ’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। এবারও সেই চ্যানেলেই তিনি ফিরতে চলেছেন বলেই খবর। তবে তাঁর বিপরীতে কোন অভিনেতা থাকবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। গুঞ্জন, কোনও পরিচিত মুখকেই দেখা যাবে শ্রুতির বিপরীতে।

প্রসঙ্গত, জি বাংলা এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। ‘কনে দেখা আলো’ নামে একটি নতুন মেগা ধারাবাহিক শুরু হচ্ছে, যেখানে দুটি জুটিকে ঘিরে আবর্তিত হবে গল্প। একইসঙ্গে, আরও দুটি নতুন চ্যানেল আনছে জি গোষ্ঠী—‘জি বাংলাসোনার’ ও ‘জি পাওয়ার’। আগামি আগস্ট থেকেই শুরু হবে এই চ্যানেলগুলির সম্প্রচার। জি বাংলাসোনারে থাকছে নতুন ধারাবাহিক, রিয়েলিটি শো ও বাংলা সিনেমার বিশাল সংগ্রহ।

বর্তমানে উইন্ডোজ প্রোডাকশনের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে কাজ করছেন শ্রুতি। পাশাপাশি, সম্প্রতি মুক্তি পাওয়া মাইক্রো-ড্রামা ‘ছায়াসঙ্গী’-তেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক সাফল্যের পর ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন যে দর্শকদের জন্য এক বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন শুধু দেখার পালা, কোন চরিত্রে এবং কোন নায়কের সঙ্গে ছোটপর্দায় ফিরছেন এই প্রতিভাময়ী অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page