জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“স্টারডম নয়, গল্প বলতে এসেছি!”— অনুষ্কার জীবন যু’দ্ধের গল্প! ফিল্মফেয়ারেও মায়ের পুরনো শাড়ি পড়েন অভিনেত্রী! ‘দাদামণি’তে মন কেড়েছেন অনুষ্কা, বাস্তবেও ছিল ‘পার্বতী’র মতো লড়াই! জানেন অভিনেত্রীর জীবনের অজানা অধ্যায়? অভিনয়ই যেখানে জীবনের চেয়েও বড় যুদ্ধ!

সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার পর্দায় ধারাবাহিক ‘দাদামণি’ (Amader Dadamoni)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে প্রথমবার জি বাংলার (Zee Bangla) পর্দায় অভিনয় করছেন, স্টার জলসার পর্দা কাপানো অভিনেতা ‘প্রতীক সেন’ (Pratik Sen)। সেক্ষেত্রে অভিনেত্রীর নাম নিয়েও দর্শকদের মনে ছিল অনেক প্রত্যাশা। এই ধারাবাহিকে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দায় নবাগতা অভিনেত্রী ‘অনুষ্কা চক্রবর্তী’ (Anushkaa Chakraborty)। টিআরপি তালিকায় ধারাবাহিকটি বেশ ভালোই সাড়া ফেলেছে ইতিমধ্যে।

তবে ধারাবাহিকটি শুরুর আগে অনেক দর্শকের মনেই হাজার প্রশ্ন উঠেছিল এই জুটিকে নিয়ে। একেই অনুষ্কা নবাগতা তার উপর প্রতীকের সঙ্গে বরাবর সোনামনির জুটিকেই দেখে এসেছেন দর্শক। কিন্তু নিজের অভিনয় দক্ষতা দিয়ে সেই সব দ্বিধা মুছে দিতে পেরেছেন অনুষ্কা। তবে জানেন কি অভিনেত্রী হয়ে ওঠার আগে অনুষ্কার জীবন অনেকটা এই ধারাবাহিকে তার চরিত্র পার্বতীর মতোই! আগরতলার মেয়ে অনুষ্কা, পড়াশোনায় ছোট থেকেই বেশ ভালো ছিলেন।

বাবা-মা চেয়েছিলেন মেয়ে চাকরি করে নিজের নাম উজ্জ্বল করুক, কিন্তু অনুষ্কা বেছে নিলেন অনিশ্চয়তার পেশা। অভিনয়ের তাগিদে কলকাতায় আসেন তারপর থিয়েটার থেকে মঞ্চ নাটিকা, সবেতেই পারদর্শী হয়ে ওঠেন তিনি। প্রথম কাজ পান একেবারে বড় পর্দায়, সেই সময় কলেজের ছাত্রী ছিলেন তিনি। পরিচালক অরুণ রায়ের হাত ধরে ‘হীরালাল’ ছবিতে প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেন তিনি, মূলত থিয়েটার দেখে মুগ্ধ হয়েই পরিচালক তাকেই সুযোগ দেন। শুটিংয়ের পাশাপাশি ক্যামেরার পিছনের কাজও শিখেছিলেন তিনি এই সময়।

তারপর বেশকিছু দিন হাতে কোনও কাজ ছিল না। অভিনেত্রী সেই সময় কিছুটা হলেও হতাশ হয়েছিলেন। ২০২২ সালে আবার সুযোগ আসে বিপ্লবী ‘বিনয়-বাদল-দীনেশ’ -এর জীবনের উপর নির্মিত অরুণ রায়ের পরবর্তী ছবি ‘৮/১২’ তে। অভিনেত্রীর আর্থিক অবস্থা সেই সময় যথেষ্ট ঠিক না থাকায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে’ মায়ের পুরনো শাড়ি পড়ে গিয়েছিলেন তিনি! তাতে অবশ্য গর্ববোধ করেন তিনি, কারণ মায়ের আশীর্বাদ সবসময় তার গায়ে লেগেছিল।

এরপর বহু ওয়েব সিরিজেও চরিত্রাভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। প্রতীকের সঙ্গে এই ধারাবাহিকই তার ছোট পর্দায় প্রথম কাজ। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “ধারাবাহিকের চরিত্রটি যেমন পরিবারের সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করতে চায়, বাস্তব জীবনে পরিবার আমার পাশে থাকলেও অর্থনীতির সঙ্গে লড়াই করে আমি জিততে চাই।” আগামী দিনে অভিনেত্রী আরও সকল হোক এই আমাদের কামনা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।