জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এক মিনিটেই চোখের সামনে সব শেষ!”— বিরাট দুর্ঘ’টনার কবলে শ্বেতা ভট্টাচার্য! অপূরণীয় ক্ষতির মুখে শ্বেতা, হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পর্দায় নিজের সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে বহু দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) এই মুহূর্তে এক গভীর বিপদের মুখোমুখি। কিছুদিন আগেই স্বামী রুবেলকে (Rubel Das) নিয়ে প্রশংসা করতে দেখা গিয়েছিল একাধিক সাক্ষাৎকারে, এমনকি সন্তানের পরিকল্পনা করছিলেন বলে ইঙ্গিত মিলেছিল। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী! কি এমন ঘটল শ্বেতার সঙ্গে?

জানা গেছে, তাঁর মা সম্প্রতি এক চাঞ্চল্যকর অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। অভিনেত্রীর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দিয়েছে প্রতারক। একেবারে চোখের পলকে ঘটে গিয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনা। একটি ভিডিও বার্তায় এই প্রতারণার বিষয়ে খোলাখুলি জানিয়েছেন শ্বেতা নিজেই। তিনি সকলকে সতর্ক করে বলেন, “যে কোনও মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টও।” এরপরই নিজের মায়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, গত শুক্রবার তাঁর মায়ের ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে, দাবি করা হয় এটি ব্যাঙ্ক থেকে করা হচ্ছে। কেওয়াইসি আপডেট করতে হবে, এমনই নির্দেশ আসে প্রথমে। তারপর ফোন কেটে দেয় প্রতারক। কিছুক্ষণ পর ফের ফোন আসে এবং বলা হয়, ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই ফোনেই কেওয়াইসি আপডেট করা হবে। শ্বেতা জানিয়েছেন, বহুবার মাকে তিনি এই ধরণের স্ক্যাম সম্পর্কে সচেতন করেছিলেন। কিন্তু তবু এক মুহূর্তের অসতর্কতাই ঘটে গেল অপূরণীয় ক্ষতি।

প্রতারক ভিডিও কল করে শ্বেতার মাকে নির্দেশ দেয়, হোয়াটসঅ্যাপে নীচের দিকের তিনটি ডট-এ ক্লিক করতে। এরপর স্ক্রিন শেয়ার চালু করতে বলে। তাঁর মা কিছু বুঝে ওঠার আগেই প্রতারক ওটিপি সংগ্রহ করে পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। ঘটনাটি ঘটে মাত্র এক মিনিটের মধ্যে। কোনও আগাম টের না পেয়ে পুরো টাকা উধাও হয়ে যায়। এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন শ্বেতার মা।

এমন একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী সকলকে বারবার অনুরোধ করেছেন, “যে কোনও অচেনা নম্বর থেকে এমন ফোন এলে সাবধান হন। কেউ কিছু জানাতে এলে বিশ্বাস করবেন না। কোনো লিংকে ক্লিক করবেন না, স্ক্রিন শেয়ার তো একেবারেই নয়।” এই ঘটনার পর, অভিনেত্রী এবং তাঁর পরিবার স্পষ্টতই বিপর্যস্ত। তবে শ্বেতার সচেতনতা এবং সাহসিক বার্তা অনেকের চোখ খুলে দিতে পারে। তাঁর এই সতর্কতামূলক বার্তাই যেন ভবিষ্যতে এমন প্রতারণা রুখতে পারে, এটাই আশা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।