জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আজকের দিনে,সুধাকেই তো দরকার প্রতিটি ঘরে ঘরে’, সুধার চরিত্রের সোনামণি, দর্শকদের ভালোবাসা জয় করছে শুভ বিবাহ!

স্টার জলসার নতুন ধারাবাহিক মধ্যে ‘শুভ বিবাহ’ (Shubho Bibaho) দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়। পরকীয়া এবং ত্রিকোণ প্রেমের বদলে একেবারে নতুন গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। যা দর্শকদের বেশ আকর্ষণ করছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক বেশ ভালো স্থানে রয়েছে। সোনামণি সাহা এবং হানি বাফনার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশ মনে ধরেছে ।

স্টার জলসার এই ধারাবাহিকের (Shubho Bibaho) প্রধান চরিত্র সুধা। সুধা ডিভোর্সী, এবং তার পরিবার তাকে বোঝা হিসেবে দেখে। পরিবারের কিছু সদস্য তাকে দ্বিতীয় বিয়ে করিয়ে বাড়ি থেকে বিদায় দিতে চায়। তবে সুধা তার অতীত লুকিয়ে নতুন জীবন শুরু করতে নারাজ। এইদিকে নায়ক তেজ একটি ধনী পরিবারের ছেলে। দুই সম্পূর্ণ ভিন্ন পটভূমির দুই ব্যক্তির মধ্যে কীভাবে ‘শুভ বিবাহ’ সম্পন্ন হবে তা নিয়েই ধারাবাহিকের মূল কাহিনী গড়ে উঠেছে।

এই ধারাবাহিকে (Shubho Bibaho) সুধার চরিত্রে অভিনয় করছে সোনামণি ও তেজের চরিত্রে অভিনয় করছে হানি বাফনা। সমাজ কতটা মেনে নিতে পারবে ধারাবাহিকটি। এ প্রসঙ্গে সোনামণি জানান, “সমাজ কিছুটা পরিবর্তন হয়েছে। তবে অনেকটাই বাকি। আমরা শুভ বিবাহ ধারাবাহিকের মধ্যে দিয়ে সেই পরিবর্তনটাই আনার চেষ্টা করব। ডিভোর্সটাই একটা মেয়ের জীবনে শেষ কথা নয়। একটা মেয়ের জীবনে ডিভোর্সের পরেও ঘুরে দাঁড়ানো যায় সেটাই শেখাবো। টিভিতে এমন প্রচুর ঘটনা দেখি যে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে বলে, লোকজনে কুকথা বলছে তাকে। অনেক মেয়েরা ডিভোর্স শব্দটা থেকে ভয় পায়। সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে তার সাথে খারাপ ব্যবহার হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু সে সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। এমন অনেক সময় দেখি যে তারা মৃত্যুটাকে বেছে নিচ্ছে।”

এই মুহূর্তে সমাজে এমন একটা প্রেক্ষাপটে ধারাবাহিকটি (Shubho Bibaho) কতটা গুরুত্বপূর্ণ, এই কথা জানাতে হানিফ বাফনা বলেছেন,”খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ডিভোর্সী মেয়ে নিশ্চয়ই কোন গন্ডগোল হবে। কিছু শেষ হয়ে গেলে যে জীবন পুরোপুরি শেষ হয়ে যায় তা নয় সেখান থেকে নতুন করে শুরু করা যায়। বাইরের লোক অনেক কিছু বলতে পারে। কিন্তু যে অসুবিধার মধ্যেটা আছে সে সব থেকে ভালো বুঝতে পারে।”

আরও পড়ুন: আলোকপর্ণার হাতে মোক্ষম সবুদ! এফআইআরের কপি থেকে গায়েব পাতা আসল পাতা!

ইতিমধ্যেই এই ধারাবাহিক (Subho Bibaho) দর্শকদের ভালবাসা পেয়েছে। ধারাবাহিকের গল্প নজর কেড়েছে দর্শকদের। ‌এক নেটিজেনের মতে, “মা ,মাগো,তোমাদের মত মায়েরা আছে বলেই তো আজ আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নতুন করে জীবন গড়ে তোলার সাহস পায়”। অপর এক দর্শক বলছেন, “সোনামণি সাহা কুর্নিশ তোমায়, মন স্পর্শ করে গেল আবার ও, প্রতিটি দিন সুধাকে নতুন করে দেখতে পাই, নতুন করে চিন্তা করতে শেখায়, অনুপ্রাণিত করতে চলেছে বর্তমান সমাজের মেয়েদের”। আবার কেউ বলছেন, “আজকের দিনে,সুধা কেই তো দরকার প্রতিটি ঘরে ঘরে, জীবনে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে সুধা,সুধা বাঙালী তথা আপামর দর্শক হৃদয়ের মনি কোঠায় বেঁচে থাক আজীবন কাল। অনেক অনেক শুভকামনা রইল সাফল্যের সাথে এগিয়ে চলুক শুভ বিবাহ‌”।

TollyTales NewsDesk