জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর নত হওয়া নয়! অনিকেতকে পাল্টা জবাব শ্যামলীর, প্রকাশ্যে ‘ঘরে না তোলার হুমকি’ দিলো নায়িকা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। অনিকেত আর শ্যামলীর মধ্যে ভালোবাসা গড়ে ওঠার গল্প দিয়ে সাজানো এই মেগা। এক প্রকার জটিল পরিস্থিতির শিকার হয়ে শ্যামলী ও অনিকেতের বিয়েটা হয়। প্রথমে শ্যামলীকে যারপরনাই নাই ভুল বুঝেছিল অনিকেত। যদিও বর্তমানে স্ত্রীকে অনেকটা চিনে ফেলেছে সে।

অনিকেতের স্ত্রী হওয়ার পাশাপাশি জোড়াবাড়ির পারিবারিক ব্যবসাও সামলে চলেছে শ্যামলী। তবে আচমকা তাদের মাঝে এসেছে অহনা। অনিকেতের পুরোনো প্রেমিকা। শ্যামলীর উপর রাগ করে বর্তমানে প্রাক্তন প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করেছে সে। এর নিয়ে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৭ মে, Zee Bangla, Bengali Serial, Kon Gopone Mon Bheseche, Kon Gopone Mon Bheseche Today Episode, Kon Gopone Mon Bheseche Today Episode 17 May

প্রকাশ্যে ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রোমো

শ্যামলীর পাল্টা জবাব। অনিকেত শ্যামলীর উপর রাগ করে অহনার সঙ্গে থাকছে। সে ভেবেছিল সম্ভবত শ্যামলী ক্ষমা চাইতে এসেছে। কিন্তু অবাক করে শ্যামলী ক্ষমা নয়। উল্টে যোগ্য জবাব দিলো নায়ককে। সে স্পষ্টত জানায়, ‘আপনি আমার উপর রাগ করে অহনার সঙ্গে থাকছেন তো স্যার? অনেক বড় ভুল করছেন। একদিন এই অহনাই আপনাকে পথে বসাবে। আর সেদিন যদি আপনি আবার আমার কাছে ফিরতে চান, আমি কিন্তু আপনাকে ঘরে তুলবো না।’

তারপরই বিলের টাকা দিয়ে চলে যায় শ্যামলী। রেস্তোরাঁয় এক ব্যক্তি বলেন, এতদিন ছেলেরা মেয়েদের একথা বলছে। এই প্রথম কোনও মেয়ে একজন ছেলেকে ‘ঘরে না তোলার কথা বলছে’। সকলে বাহবা দেয় শ্যামলীকে। করতালিতে ফেঁটে পড়ে গোটা রেস্তোরাঁ।

প্রোমো দেখে দর্শকরা কী বলছেন?

শ্যামলীর ছক ভাঙা পাল্টা জবাব শোরগল ফেলেছে দর্শকমহলে। নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখছেন, ‘কোথা থেকে কি হয়ে গেল!’ কেউ আবার লিখছেন,’দারুণ প্রোমো’। আরেক নেটিজেন লিখেছেন, ‘আবার কি হলো! কী নিয়ে রাগ হল! তার জন্যে অনিকেত অহনার সাথে থাকতে চলে গেলো? তাহলে তো অহনা যেটা চেয়েছিলো সেটাই হলো!’

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।