জি বাংলাতে (Zee Bangla) আসছে নব রূপে দেবী দুর্গা। অর্থাৎ মহালয়ার (Mohalaya) দিন সকালে দেবীর নয়টি রূপ দেখতে পাওয়া যাবে। দেবীর নয় রূপে কারা কারা থাকবেন? মহালয়ার মূল আকর্ষণ মহিষাসুরমর্দিনীর রূপে কাকে দেখতে পাওয়া যাবে আর কে হবেন মহাদেব? জানবার জন্য দর্শকের কৌতূহলের শেষ নেই! চলুন জেনে নেওয়া যাক মহালয়ার সকল আপডেট(Update)।
এই বছর দেবী চন্দ্রঘণ্টার রূপে থাকছেন মোহনা মাইতি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’তে মধুবনীর চরিত্র করছেন মোহনা। দেবী শৈল পুত্রী হিসেবে থাকছে খুদে শিল্পী ঋষিতা নন্দী। গৌরী এলো ধারাবাহিকে গৌরীর মেয়ে তারার ভূমিকায় তাকে আমরা দেখতে পেয়েছি।
একই সাথে এই বছর দেবী পার্বতী রূপে আমরা দেখতে পাব সবার প্রিয় শ্রীপর্ণা রায়কে। জি বাংলার মুকুট ধারাবাহিকে দোল চরিত্রটি করতেন অভিনেত্রী। এছাড়া কড়ি খেলা ধারাবাহিকের পারমিতা তিনি। দেবী ব্রহ্মচারিনী রূপে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে।
দেবী কুষ্মান্ডা রূপে থাকছেন ফুলকি অর্থাৎ দিব্যানী মন্ডল। দেবী স্কন্ধ মাতা হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শ্যামলী তিনি। অন্যদিকে পল্লবী শর্মা হচ্ছেন দেবী কার্তায়নী, নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা তিনি। অন্যদিকে আরাত্রিকা মাইতি অর্থাৎ মিঠিঝোরার রাইকে দেখা যাচ্ছে দেবী কালরাত্রি রূপে।
দেবী মহাগৌরী হচ্ছেন স্বীকৃতি মজুমদার, আলোর কোলে ধারাবাহিকের আলো চরিত্রটি করেছিলেন তিনি। দেবী সতী রূপে আমরা দেখতে পাব শার্লি মোদককে, শার্লি মোদক ফুলকি ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে অভিনয় করলেও লক্ষ্মী কাকীমা সুপারস্টার ধারাবাহিকের হংসিনী চরিত্রটি করেছিলেন।
এই বছর দেবী লক্ষ্মী হচ্ছে ঋতু পাইন , মালা বদল ধারাবাহিকের দিতির চরিত্রে রয়েছেন ঋতু। সিদ্ধিদাত্রী রূপে থাকবেন ডোনা ভৌমিক। ইনি জি বাংলা ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের ডায়মন্ড। আলোর কোলে খ্যাত সোমু সরকার থাকবেন দেবী সরস্বতী রূপে। মহাদেব হচ্ছেন অভিষেক বসু ফুলকি ধারাবাহিকের নায়ক যিনি।
আরও পড়ুন: আর নত হওয়া নয়! অনিকেতকে পাল্টা জবাব শ্যামলীর, প্রকাশ্যে ‘ঘরে না তোলার হুমকি’ দিলো নায়িকা
শ্রীকৃষ্ণ চরিত্রে থাকবেন নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন খ্যাত রুবেল দাস। মহিষাসুরর রূপে দেখা যাবে অর্ণব চক্রবর্তীকে। সবশেষে মহালয়ার মূল আকর্ষণ দেবী মহিষাসুরমর্দিনী রূপে থাকবেন শুভশ্রী গাঙ্গুলী। আগামী ২রা অক্টোবর সকাল ৫ টায় এই মহালয়া জি বাংলার পর্দায় দেখা যাবে।