জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় হাসিমুখে শোলাঙ্কি, দর্শকের মনে ফিরল পুরনো উত্তেজনা! আবার কি ধারাবাহিকে ফিরছেন খড়ি? নতুন রূপে অভিনেত্রীর এক ঝলক ঘিরে তুঙ্গে চর্চা! কোন চ্যানেলে আসছে শোলাঙ্কির নতুন ধারাবাহিক?

কখনও সে হাতের জাদুতে মাটির প্রতিমায় প্রাণ এনে দেওয়া ‘খড়ি’, তো কখনও আবার গানের সুরে মন ছুয়ে যাওয়া ‘মেঘলা’—টেলিভিশনের পর্দায় অভিনেত্রী ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy) -এর প্রতিটি চরিত্রই দর্শকদের হৃদয়ে ছাপ রেখে গিয়েছে। ছোটপর্দার নিয়মিত মুখ হওয়া সত্ত্বেও, গত কয়েক বছর ধরে তাঁকে টিভি স্ক্রিনে আর দেখা যায়নি। কখনও বড় পর্দায়, কখনও ওয়েব সিরিজে—নতুন মাধ্যমেই নিজেকে মেলে ধরেছেন তিনি।

দর্শকের মনে তাই একটা প্রশ্ন বারবার ফিরে আসে, কবে আবার ধারাবাহিকে ফিরছেন তাঁদের প্রিয় অভিনেত্রী? সম্প্রতি সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে দেখা গেল শোলাঙ্কিকে। হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন আকাশ ও মাটির সঙ্গে। সেইসঙ্গে ‘লাহিড়ি বাড়ি’র ইলিশ উৎসবে অতিথি রূপে তাঁর উপস্থিতি যেন চমকে দিল অনেককেই। বিশেষ এই পর্বের শুটিংও শেষ করে ফেলেছেন অভিনেত্রী।

ধারাবাহিকে তাঁর এই উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। তবে দর্শকের আশায় জল ঢেলে নিজেই জানিয়ে দিয়েছেন শোলাঙ্কি—এটা শুধুমাত্র এক দিনের শুটিং ছিল। খুব একটা হিসেব-নিকেশ না করেই এই কাজটি করেছেন তিনি। আগামী ৩১ জুলাই সম্প্রচারিত হতে পারে এই বিশেষ পর্ব। তবে এখান থেকেই ধারাবাহিকে নিয়মিতভাবে কামব্যাক হচ্ছে না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি।

শোলাঙ্কি এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’-র শুটিং নিয়ে। পরিচালক সৌম্যজিৎ আদকের হাত ধরে এই ছবিতে তাঁকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। বড়পর্দা ও ওয়েব সিরিজেই আপাতত মনোযোগ রাখতে চাইছেন অভিনেত্রী। তবে ভবিষ্যতে ছোট পর্যায়ে ফেরার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি তিনি।

আরও পড়ুনঃ “এই সাহস দেবেরই ছিল! আমিই উল্টে বলতাম, তোর সঙ্গে ছবি করব?” “আমার কাছে ইন্ডাস্ট্রিটা এখনও স্বপ্নের জায়গা, রাজনীতির স্থান নেই!”— রাজনৈতিক সংঘর্ষ নয়, শিল্পের টানে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়! রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বড়পর্দায় এক হলেন দেব-রূপা!

তবে এ কথা মানতেই হবে—ছোটপর্দায় তাঁর অনুপস্থিতি যতদিনই থাকুক না কেন, এক ঝলকের এই ফিরে আসাও যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে দর্শকের মনে। তাই হয়তো ‘ভিডিয়ো বৌমা’-র একটি পর্বেই শোলাঙ্কির আগমন ঘিরে নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। তাঁকে আবারও নিয়মিত পর্দায় দেখতে চাওয়া দর্শকের ভালোবাসাই যে তার প্রমাণ। আপনাদের কেমন লাগে শোলাঙ্কির অভিনয়?

Piya Chanda