জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: লং স্কার্ট আর ক্রপ টপে এ কোন মিঠাই রানী? উচ্ছে বাবুর শাড়ি পরা মিষ্টি বউ থেকে রূপ পাল্টে আগুন লাগিয়ে দিলো ভক্তদের “হ’ট দিদিভাই” সৌমীতৃষা!

টলিউডের ছোট পর্দা এই মুহূর্তে অন্যতম সবথেকে সফল অভিনেত্রীদের মধ্যে একজন এই নায়িকা। যদিও এটা তার প্রথম কাজ নয় কিন্তু এই প্রথম তার করা সমস্ত কাজের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি মিঠাই চরিত্রের মধ্যে দিয়ে। চরিত্রের নাম যেমন ঠিক তেমন চরিত্র। একেবারে মিষ্টি চঞ্চল প্রাণবন্ত একটা মেয়ে যে তার একান্নবর্তী শ্বশুরবাড়িকে প্রাণপণ দিয়ে আগলে রেখেছে।

এতক্ষণে বুঝেই গেছেন আমরা কোন নায়িকার কথা বলছি? হ্যাঁ, তিনি হলেন বাংলা সিরিয়ালপ্রেমি দর্শকদের অন্যতম কাছের সৌমীতৃষা কুণ্ডু। জনপ্রিয়তার নিরিখে এই নায়িকা এখন টলিউডের এ ক্লাস অভিনেত্রীদেরকেও টেক্কা দিতে পারেন সহজেই। উচ্ছে বাবুর এই মিষ্টি বউ শুধু টেলি দুনিয়ায় নয় সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

afb41f355415a05bf7def57a7e7b8623

ধীরে ধীরে নায়িকার ফলোয়ার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তিনি যেই পোস্ট করেন সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। আর এবার এমন পোস্ট করেছেন যা চমকে দিয়েছে ভক্তদের। একেবারে তাক লেগে গেছে যাকে বলে।

পরনে স্কার্ট আর ক্রপ টপ। এমন পোশাকে নায়িকাকে খুব একটা দেখা যায় না। তার আগের চরিত্রের জন্য বরাবর সাদামাটা শাড়িই পরেন তিনি সিরিয়ালে। একেবারে সাদামাটা একটা শাড়ি আর তার সঙ্গে কপালে একটা টিপ আর হাতে শাঁখা-পলা। বাঙালি মধ্যবিত্ত পরিবারের একেবারে আদর্শ বউ মিঠাই রানী।

সেই আদর্শ ইমেজ ভেঙে এবার মিঠাই একেবারে পশ্চিমে পোশাকে চমকে দিল দর্শকদের এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। যদিও এই রূপেও যে সে ১০০ তে ১০০ ই পেয়েছে এমনটা বলাই বাহুল্য। এই পোশাকের সঙ্গে তার পরনে রয়েছে মানানসই গয়না আর ডার্ক লিপস্টিক। তার সঙ্গে উপযুক্ত স্মোকি আইশ্যাডো। নিজের স্টাইল আর ফ্যাশনের দিক দিয়েও যে সৌমী বাকি টেলি বা টলি অভিনেত্রীদেরকে রীতিমত টেক্কা দিতে পারেন সেটা এই ছবি থেকেই স্পষ্ট। নায়িকার রূপের চমকে আর আবেদনময় ভঙ্গিমায় রীতিমত কুপোকাত অসংখ্য ভক্ত।

May be an image of 1 person and indoor

Nira

                 

You cannot copy content of this page