জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুঞ্জন সমালোচনা সব অতীত! দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দা কাঁপাতে ফিরছেন সবার প্রিয় সৌমিতৃষা কুণ্ড, আবার উঠবে টেলিভিশনে ঝড়!

অবশেষে শেষ হলো প্রতীক্ষা। জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড আবারও ফিরতে চলেছেন ছোটপর্দায়। দীর্ঘ বিরতির পর টেলিভিশনের পর্দায় তাঁর ফেরা ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে। অসুস্থতার কারণে তিনি কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন। তখনই গুঞ্জন উঠেছিল—অভিনেত্রী নাকি আর ধারাবাহিকে ফিরবেন না। এবার সেই জল্পনা উড়িয়ে দিয়ে সৌমিতৃষা ফের ঝড় তুলতে তৈরি।

এই প্রত্যাবর্তনকে ঘিরে টেলিভিশন মহলেও চলছে আলোচনা। প্রযোজক থেকে শুরু করে দর্শক, সবার মনে একই প্রশ্ন—কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? আগের মতোই কি তিনি দর্শকের হৃদয় জিতে নেবেন? না কি এবার একেবারেই ভিন্ন অবতারে হাজির হবেন? অনুরাগীদের কৌতূহল এখন আকাশছোঁয়া।

পুজোর মরশুমকে ঘিরে এই প্রত্যাবর্তনই শুধু নয়, আরও একগুচ্ছ চমক অপেক্ষা করছে। উৎসবের নতুন গল্প-এ ফিরে আসছে দেবী আর ইন্দু, তবে অন্য রূপে। ইন্দুবালার বিপুল জনপ্রিয়তার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার একেবারে অন্য ধরনের চরিত্রে হাজির হতে চলেছেন। শোনা যাচ্ছে, গল্পে থাকছে এমন কিছু মোড় যা দর্শকের অভ্যস্ত ধারার বাইরে। আবারও শুরু হলো বিতর্ক—শুভশ্রী কি ইন্দুবালার সাফল্যকে ছাড়িয়ে যেতে পারবেন?

রহস্য, রোমাঞ্চ, ভয়ের আবহ—সব মিলিয়ে প্ল্যাটফর্ম গরম রাখছে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সৃষ্টি। নিশির ডাক সিরিজে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং সৃজা দত্ত। দুই অভিনেত্রীর সমীকরণই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন, এই জুটি ঝড় তুলবে, কেউ আবার মনে করছেন পর্দায় কৃত্রিমতা ধরা পড়বে। যাই হোক, কৌতূহল কিন্তু চরমে।

এদিকে খারাপ খবরও আছে। ইন্দু আর দেবীর গল্প এ মাসেই শেষ হচ্ছে। অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁদের দাবি, দর্শকের আবেগকে উপেক্ষা করা হচ্ছে। পরিবর্তে দেখা যাবে সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে প্রতীম ডি. গুপ্তর নতুন সিরিজ কার্মা কোর্মা। শোনা যাচ্ছে, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ভক্তদের প্রশ্ন—পুরনো প্রিয় চরিত্র সরিয়ে নতুন পরীক্ষা কতটা সফল হবে?

সবশেষে বড় পাওনা সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজে কমলেশ্বর মুখোপাধ্যায়ের যোগদান। একদিকে উত্তেজনা, অন্যদিকে বিতর্ক—এত সবের ভিড়ে কার গল্প সত্যিই দর্শক টেনে রাখবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। তবে সৌমিতৃষার কামব্যাকই আপাতত সবচেয়ে বড় আলোচনার বিষয়। তিনি পারবেন তো নিজের আগের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে? নাকি ভক্তরা এবার হতাশ হবেন? সময়ই বলবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page