জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Zee Bangla Actor: স্টার জলসায় আসছে গায়ে কাঁটা দেওয়ার মতো সিরিয়াল! প্রধান চরিত্রে ফিরলেন জি বাংলার নায়ক

স্টার জলসার পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই সাড়ে ছটার স্লটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গীতা এলএলবি’। আর এবার প্রকাশ পেল নতুন এক সিরিয়ালের প্রোমো। জলসা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুব শিগগির পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘চিনি’। যার প্রোমো দেখেই গায়ে কাঁটা দিচ্ছে দর্শকদের।

প্রকাশ পাওয়া প্রোমো থেকে দেখা যাচ্ছে সিরিয়াল-এর নায়িকা চিনির পুনর্জন্ম হয়েছে। কিন্তু সে জাতিস্মর। তাই আগের জন্মের ঘটনা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। এদিকে নায়কের বাড়ির সঙ্গে তাঁর আগের জন্মের মৃত্যুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরের জন্মে তারই হদিশ খুঁজবে নায়িকা।

জানা যাচ্ছে, সিরিয়ালে দেখানো হবে, পূর্বজন্মে নায়িকা চিনি মাতৃহারা। তাঁর বাবা গাড়ির ড্রাইভার। মামা-মামির কাছে বড় হওয়া চিনি দিনরাত শোনে গালমন্দ। এরপর কোনো এক গুরুতর ঘটনা ঘটে তাঁর সঙ্গে। মেরে ফেলা হয় চিনিকে। কিন্তু পরের জন্মে সে আবার ফিরে আসে। তবে কী এবার নেবে সে প্রতিশোধ?

প্রসঙ্গত, স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিকের নায়ক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি। জি বাংলার ‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। অভিনেতাকে পর্দায় দেখে খুশি অনুরাগীরা।

আরও পড়ুনঃ পিয়ার জন্যই লিখেছেন এই গান! অভিনয়ে পরমব্রত! কেঁদে ফেলবেন আপনিও

MV5BN2Y2MjlhMTMtZDlkOS00NzYwLWE1ZjktMWMyODhhYWNmMzQ4XkEyXkFqcGdeQXVyNjQyNTA2NDA@. V1

‘চিনি’ ছাড়াও স্টার জলসায় শুরু হতে চলেছে সাহেব-সুস্মিতা জুটি অভিনীত সিরিয়াল ‘কথা’। চিনির প্রোমো প্রকাশ পাওয়ার পরই দর্শক মহলে গুঞ্জন তবে কী শেষ হতে চলেছে স্টার জলসার ‘গাঁটছড়া’? যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page