Bangla Serial

Anurager Chhowa: কোর্টে যাওয়ার আগেই অর্জুনকে দেখে শহর ছাড়লো মিশকার মামা! মিশকাও কি ভয়ে পালাল তার সঙ্গে?

সূর্য, দীপা ও মিশকার সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। তবে কয়েকদিন হল সূর্য ও দীপার মধ্যে এসেছেন আরেকজন। অর্জুন। দীপার ছোটবেলার সঙ্গী। টিআরপি তালিকায়ও বরাবরই প্রথম পাঁচে থাকত তাঁদের ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু সম্প্রতি টিআরপি তালিকার প্রথম পাঁচেও নেই ধারাবাহিক। প্রতি এপিসোডেই ধারাবাহিকের গল্পে থাকে নতুন নতুন টুইস্ট। সহজ কথায় যাকে বলে, গল্প একেবারে জমে ক্ষীর।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের।

তবে এবার ধারাবাহিকে এসেছে নতুন মোড়। সবকিছু ভুলে কঠিন লড়াইয়ে নেমেছে দীপা। সেনগুপ্ত বাড়ির সকলে অবাক হলেও, সকলেই মনে মনে দীপাকেই সাপোর্ট করে। এমনকি দীপার বিরুদ্ধে থাকা লাবণ্য বৌদিও চান দিপার সন্তান যেন দীপা সঙ্গেই থাকুক। সন্তানদের মায়ের কোল হারা করতে চায়না সেনগুপ্ত বাড়ির কেউই।

এমনকি দীপার শশুরও দীপাকে ভালো উকিল খুঁজে দিতে সাহায্য করে। এসব দেখে ভয় পায় মিশকা। সে তার পাপাইকে ফোন করে বলে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে কিছু একটা করতে। পাপাই তাকে আশ্বস্ত করে, তিনি সবটা সামলে নেবেন। মিশকার মামা ওরফে পাপাই বুঝতে পারে, মিশকার পেছনে অনেকের হাত রয়েছে তাকে এত সহজে হারানো সহজ হবে না। কারণ দীপার পিছনে আছে অর্জুন।

আরও পড়ুনঃ ‘একা সময় কাটাতে চাই’! পরমব্রতর সদ্য বিবাহিতা স্ত্রী পিয়ার একটা সিদ্ধান্তেই উঠল ঝড়

এমতাবস্থায়, মিশকার মামা যায় এক উকিলের বাড়ি দেখা করতে। সেখানেই তাঁর দেখা হয় অর্জুন আর উর্মির সঙ্গে। উর্মি তাঁকে দেখেই বলে, এই লোকটার জন্যই সব শেষ হয়ে গিয়েছে। সেনগুপ্ত বাড়িতে যাবতীয় অশান্তির কারণ মিশকার পাপাই। কিন্তু তাদের দেখে ভয় পেয়ে যায়। সে জানে অর্জুন কি জিনিস। অর্জুনকে ক্ষেপালে মিশকা ও তাঁদের দুজনকেই জেলের ঘানি কাটতে হবে। তাই ভালোয় ভালোয় অর্জুনের কাছে ক্ষমা চেয়ে নেয় সে। জানায়, দীপা ও সূর্যকে আলাদা করবেন না তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।