জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জগদ্ধাত্রী’-তে ধামাকা পর্ব! ডক্টর ধীরাজের কাছ থেকে স্বয়ম্ভুর জন্ম পরিচয় জানতে পারল জগদ্ধাত্রী! কী তার আসল পরিচয়?

জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। একাধিক বার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিক নিত্যনতুন চমক নিয়ে আসছে দর্শকদের সামনে। ধারাবাহিকে প্রথম থেকেই স্বয়ম্ভুর জন্মপরিচয় নিয়ে নানান সমস্যা দেখা দেয়। মুখার্জি পরিবারে তাকে মানতে রাজি থাকে না অনেকেই। এবার হাল ধরল জগধাত্রী। স্বয়ম্ভুর আসল জন্মপরিচয় বার করবেই সে।

স্বয়ম্ভু কি আসলে মুখার্জী বাড়ির ছেলে? তাই নিয়ে অনেকদিন ধরেই চলছিল জলঘোলা। এর মধ্যে জ্যাস সান্যালের জীবন তোলপাড় হয়েছে বারবার। ধারাবাহিকের গল্প অনুসারে মুখার্জি বাড়িতে থেকে
অস্তিত্বের স্বরূপ প্রমাণ করতে পারেনি নায়ক স্বয়ম্ভু। একই অবস্থা জগদ্ধাত্রীর। সে আদৌ মুখার্জি বাড়ির বউ কিনা তাই নিয়ে টালমাটাল চলে। তবে হাল ছাড়তে রাজি রয়ে নয় জগদ্ধাত্রী। স্বয়ম্ভুর পরিচয় জানা দরকার। বদ্ধপরিকর জ্যাস সান্যাল।

জি বাংলার জগদ্ধাত্রীতে ভরপুর উত্তেজনা

ধারাবাহিকে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা জগদ্ধাত্রী। তাঁর গর্ভে এখন স্বয়ম্ভুর সন্তান। এরইমধ্যে নতুন চ্যালেঞ্জ হাজির তার জীবনে। নিজের সন্তানের বাবা নিজের জীবনসঙ্গী অস্তিত্বের সংগ্রামে ভুগছে। হাত গুটিয়ে বসে থাকতে পারবে না জগদ্ধাত্রী। উল্লেখ্য, এই বিষয়ে বদ্ধপরিকর জ্যাস সান্যাল বলে, ডিএনএ টেস্ট করে হোক, কি অন্য কোন উপায় হোক স্বয়ম্ভুর আসল পরিচয় সবার সামনে আনতে হবে। ‌

জানা যাচ্ছে ধারাবাহিককে আসতে চলেছে এক ধামাকাদার ট্যুইস্ট। চ্যালেঞ্জে জিতে সবার সামনে স্বয়ম্ভুর পরিচয় নিয়ে আসবে তাঁর অর্ধাঙ্গিনী। খুব সম্ভবত ডক্টর ধীরাজের কাছ থেকে স্বয়ম্ভুর জন্ম পরিচয় জানতে পারবে জগদ্ধাত্রী। ‌ আর তারপরেই খেলা ঘুরে যাবে বলে খবর। চমক আসতে আর বেশি দেরি নেই। ‌মুখার্জি বাড়ির সন্তান কে? যবনিকা পতন করতে চলেছে জ্যাস সান্যাল।

আরও পড়ুন: হতে চেয়েছিলেন আইপিএস অফিসার! অভিনয় জগতে বিপুল স্ট্রাগল করেছেন তিনি! জিষ্ণু ওরফে শমীক চক্রবর্তীর জীবনের গল্প অনুপ্রাণিত করবে আপনাকেও

প্রসঙ্গত, বিগত কয়েকটা সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী।‌ একধাঁচের গল্প চালায় ‌ আগ্রহ হারাচ্ছেন দর্শক। তবে জানা যাচ্ছে, খুব শিগগির ধারাবাহিকে বদল আনতে চলেছে জি বাংলা। ধামাকাদার পর্ব উপহার পাবেন ‘জগদ্ধাত্রী’ অনুরাগীরা। ‌ধাপে ধাপে সেই পর্বের দিকে এগোচ্ছে জি বাংলা।

Soumi