বাংলা টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক শুরু হলেও বেশ কিছু সিরিয়াল কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে টিআরপি-র চাপে। দর্শকদের মন জিততে না পারলেই ধারাবাহিকগুলো শেষ করে দেওয়া হচ্ছে। তবে এই প্রতিযোগিতার ভিড়ে যে ক’টি সিরিয়াল নিজের জায়গা ধরে রাখতে পেরেছে, তার মধ্যে অন্যতম হল ‘কোন গোপনে মন ভেসেছে’। দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে প্রিয় এই ধারাবাহিক নিয়েই এবার শোনা যাচ্ছে ভিন্ন গুঞ্জন।
ইতিমধ্যেই টেলিভিশনে এসেছে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’-র প্রোমো। সেই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে জল্পনা তুঙ্গে— তাহলে কি এবার ‘কোন গোপনে মন ভেসেছে’-র ইতি ঘটতে চলেছে? ধারাবাহিকের অনুগামীদের মনে কৌতূহল, আদৌ কি সত্যি এই খবর?
কিছুদিন আগে নায়িকা শ্বেতা ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রচুর দর্শক ম্যাসেজ করে তাঁকে অনুরোধ করছেন ধারাবাহিক বন্ধ না করতে। যদিও শ্বেতা স্পষ্ট করে বলেছিলেন, এটি তাঁদের হাতে নেই। ভিডিওতে সহ-অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট— সকলেই জানিয়েছিলেন, অফিসিয়ালি বন্ধ হওয়ার কোনও খবর তাঁদের কাছে পৌঁছায়নি। এমনকি কেউ কেউ মজা করে বলেছিলেন, “আমরা ২০২৬ পর্যন্ত আছি।”
তবে গুঞ্জনের ভিড়ে আজ অবশেষে নতুন খবর সামনে এল। নায়িকা নিজেই জানালেন, আজই শ্যামলী চরিত্রে তাঁর শেষ শুটিং। দীর্ঘদিন ধরে যে চরিত্রের সঙ্গে দর্শকরা তাঁকে একাত্ম করেছেন, সেই অধ্যায় আজ শেষ হতে চলেছে। স্বাভাবিকভাবেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন তিনি ও পুরো ইউনিট।
আরও পড়ুনঃ “এই পুজোতেই বুঝতে পারব জনপ্রিয়তা কতটা বেড়েছে, কী করতে পারব আর পারব না”— খোলাখুলি মন্তব্য ইধিকার! দর্শকের ভালবাসা কি এবার তাকে টলিউডের নতুন আইকন বানাবে?
‘কোন গোপনে মন ভেসেছে’ কবে শেষ হচ্ছে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। তবে নায়িকার বিদায় বার্তায় দর্শকদের মধ্যে দুঃখ ও অনিশ্চয়তা দুটোই তৈরি হয়েছে। অনেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাঁরা চাইছেন ধারাবাহিক যেন আরও কিছুদিন চলুক আবার অনেকে বলছে শেষ হলেই বাঁচা যায় অর্থাৎ দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শেষ পর্যন্ত সিরিয়ালটির কবে শেষ হচ্ছে, তা সময়ই বলবে।