জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপর্ণা দুঃখ প্রকাশ করতে চায় আর্যর কাছে কিন্তু ভয় পাচ্ছে। এমন পরিস্থিতিতে রুম্পা পরামর্শ দেয় ফোন করে প্রথমে মানসী ঠিক আছে কি না খোঁজ নিতে তারপর ক্ষমা চেয়ে নিতে। সেই মতো অপর্ণা আর্যকে ফোন করে বলে, সে খুব দুঃখিত যে তার জন্যই সব কিছু নষ্ট হয়েছে। আর্য বলে শুধুমাত্র ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয় না।
অপর্ণা বলে তাহলে আর্য যা চাইবে, সেটাই করবে সে। আর্য জানায় পরদিন তার সঙ্গে এক জায়গায় দেখা করতে। অপর্ণাকে সেখানে পৌঁছে দিতে আর্যর গাড়ি, তার বাড়ি যাবে। পরদিন সকাল হতেই রাজলক্ষ্মীকে আর্য নমস্কার করে বলে, অবশেষে অপর্ণার জেদের কাছে হার মেনে সে ভালোবাসার স্বীকারোক্তি দিতে চলেছে। এদিকে অপর্না বাড়িতে জানায়, কোথাও একটা কাজে যাবে।

ছুটির দিনে কী কাজে বেরোবে, সেইটা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তার মা-বাবা। শেষ মুহূর্তে রুম্পা এসে বাঁচিয়ে নেয়। সে বলে এক বন্ধুর বাড়ি যাবে তারা দুজন মিলে আজকে। আর্যর পাঠানো জামা অপর্ণার হাতে তুলে দেয় রুম্পা। এরপর দু’জন মিলে বেরিয়ে পড়ে, অপর্ণাকে সাবধানে আর্যর যেতে বলে, রুম্পা একাই এক বন্ধুর বাড়ি যাবে বলে। অপর্ণা গাড়ির অপেক্ষা করছে, এমন সময় একটা সাজানো অটো এসে দাঁড়ায় তার সামনে।
অটো থেকে বেরোয় সেই চালক যিনি আর্যর সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার সাক্ষী। তিনি জানান তাকেই আর্য পাঠিয়েছে। এরপর সেখানে পৌঁছাতেই তিনি অপর্ণার হাতে একটা উপহারের বাক্স তুলে দেয়। সেটা খুলতেই ভেতর দিয়ে দু’টাকা বের হয়। অটোচালক জানান একদিন এই দুই টাকার জন্য দু’জনের মধ্যে অনেক ঝগড়া লেগেছিল। এরপর অপর্ণা ধীরে ধীরে সেই জায়গায় প্রবেশ করে। অসম্ভব সুন্দর করে চারিদিক সাজানো, সবদিকে অপর্ণা-আর্য ছবি লাগানো।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে দর্শকের মনে রাজত্ব করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’, আজ শ্যামলী রূপে শ্বেতা ভট্টাচার্যের শেষ শুটিং, তবে কি সত্যিই শেষ হতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিক?
একদিন অপর্ণাকে আর্য ভরসা করে ব্ল্যাংক চেক দিয়েছিল, সেটাও হঠাৎ করে তার সামনে আসে। অবশেষে অপর্ণা দেখে আর্য দাঁড়িয়ে রয়েছে। অপর্ণাকে দেখে সে বলে, আজ অব্দি অপর্ণার সঙ্গে যা যা ভালো স্মৃতি আছে সবটাই তুলে ধরার চেষ্টা করেছে। তারপর আসে সেই বিশেষ মুহূর্ত, বয়সের ব্যবধান ভুলে নিজের মনের কথা জানায় আর্য। অপর্ণা তখনও বিশ্বাস করতে পারছে না, এটা কি স্বপ্ন না সত্যি! আবেগপ্রবণ হয়ে অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে।