টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে তিনি যেমন আলোচনায় থাকেন, ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে কৌতূহল রয়েছে দর্শকদের। বিশেষত তাঁর দাম্পত্য জীবন ঘিরে জল্পনা-আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি আবারও সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে গণেশ পুজোর দিন।
প্রতি বছরই নিজের বাড়িতে মহাসমারোহে গণেশ পুজো আয়োজন করেন রচনা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের পুজো একটু আলাদা। কারণ এই বছর রচনার পাশে দেখা গেল তাঁর স্বামী প্রবাল বসুকে। পরিবারের সঙ্গে একসাথে পুজো দিতে গিয়ে তাঁদের ছবিই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে।
তবে এখানেই শেষ নয়। হাসিমুখে রচনা ও প্রবালকে একসঙ্গে দেখতে পেয়ে অনেকেই প্রশ্ন তুলছেন—তাহলে কি বরফ গলল? বিচ্ছেদের সমস্ত তিক্ততা ভুলে ফের কি এক ছাদের নীচে ফিরছেন এই দম্পতি? যদিও এই প্রশ্নের সঠিক উত্তর এখনও মেলেনি। তবু তাঁদের একসঙ্গে উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
আসলে কিছুদিন আগেই রচনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দাম্পত্য জীবন তাঁর খুব একটা সুখের নয়। তবুও শুধুমাত্র ছেলের কথা ভেবেই স্বামীকে আইনি বিচ্ছেদের পথে ঠেলে দেননি। রচনার কথায়, তিনি চান না তাঁর ছেলে কখনও শুনুক বাবা-মা ‘ডিভোর্সি’। তাই একসাথে না থেকেও আইনি সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ অবশেষে ভেঙে গেল সব দ্বিধা, অপর্ণার সামনে মনের দরজা খুলে দিল আর্য! সব বাধা পেরিয়ে সত্যি হল স্বপ্ন, অপর্ণাকে জড়িয়ে ধরে ভালোবাসার স্বীকৃতি দিল আর্য! আবেগের ঢেউ তুলল অপর্ণা-আর্যর মিলন!
সব মিলিয়ে পুজোর এই ছবি ফের একবার সামনে এনে দিয়েছে বহু অমীমাংসিত প্রশ্ন। রচনা ও প্রবাল সত্যিই কি আবার নতুন করে শুরু করতে চলেছেন? নাকি শুধুমাত্র ছেলের খাতিরেই একসাথে ছিলেন? উত্তর আপাতত সময়ই দেবে। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে, টলিপাড়ার অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠেছে রচনার ব্যক্তিগত জীবন।