জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) সম্প্রতি শেষ পর্বের শুটিং শেষ করেছে। এই দীর্ঘ যাত্রার সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে ছিলেন অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)। ধারাবাহিকের চরিত্র থেকে শুরু করে পুরো ইউনিটের সঙ্গে তাঁর যে সম্পর্ক তৈরি হয়েছিল, ধারাবাহিক শেষ হওয়ার পর খানিক শূন্যতাই যেন ঘিরে ধরেছে তাঁকে। প্রতিদিনের নিয়মমাফিক কল টাইম, মেকআপ রুমের তাড়াহুড়ো কিংবা ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যেস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মন মোটেও ভালো নেই অভিনেত্রীর।
তবে এরই মধ্যে নানা বিতর্কও জড়িয়েছে শ্বেতার সঙ্গে। পোশাক নিয়ে কিছু মন্তব্য ঘিরে সমাজ মাধ্যমে বেশ কিছুদিন ধরে আলোড়ন তৈরি হয়েছে, তবে সেই প্রসঙ্গকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি। বরং তিনি এখন সম্পূর্ণভাবে নিজের ব্যক্তিগত জীবনে মন দিতে চাইছেন। বিশেষ করে স্বামী রুবেল দাস এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখন নিজেকে ফ্রী রাখছেন অভিনেত্রী। “কাজের চাপ যখন থাকে তখন ছুটির জন্য মন আনচান করে,
আবার কাজ থেমে গেলে সেই শূন্যতা যেন সামলানোই কঠিন!” এমনই অকপট স্বীকারোক্তি তাঁর। অভিনেত্রীর মতে, ধারাবাহিকের সেট ছিল যেন দ্বিতীয় বাড়ি। শুটিং চলাকালীন সহ-অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসিঠাট্টা, ফ্লোরের প্রাণবন্ত পরিবেশ— সবই এখন বিশেষভাবে মনে পড়ছে তাঁর। শ্বেতা জানালেন, টালিগঞ্জের স্টুডিয়োতে যখন তাঁর শুটিং চলত, পাশেই কাজ করতেন রুবেল। ফলে দু’জনের জন্যই দিনের ফাঁকে ফাঁকে সময় বের করা সহজ হত।
দুপুরবেলা একসঙ্গে খাওয়া থেকে শুরু করে শুটিং ফাঁকে একটু সময় কাটানো— সবটাই এখন স্মৃতির পাতায় জমা হচ্ছে। তবে দর্শকদের প্রশ্ন, খুব তাড়াতাড়ি কি তিনি আবার নতুন কোনও কাজে ফিরবেন? রুবেল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে সই করেছেন, ‘নিম ফুলের মধু’ শেষ হতে না হতেই। তাই ভক্তরা ধরে নিচ্ছেন, শ্বেতাও হয়তো খুব শিগগিরই আবার ছোটপর্দায় ফিরবেন। যদিও অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর এখনও তাঁদের হানিমুনের সুযোগ হয়নি।
আরও পড়ুনঃ বিচ্ছেদ ভুলে ফের কি একসঙ্গে রচনা-প্রবাল? গণেশ পুজোয় স্বামীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে অভিনেত্রী, ছবিতে ঘিরে টলিপাড়ায় নতুন জল্পনা, দাম্পত্য জীবনে কি মিলনের ইঙ্গিত?
তাই কাজের আগে কিছুটা সময় নিজেদের জন্য রাখাই তাঁর অগ্রাধিকার। তবু শোনা যাচ্ছে, দুর্গাপুজোর পর নতুন একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরতে পারেন শ্বেতা। যদিও এ নিয়ে তিনি মুখ খোলেননি। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো আর নিজের জীবনকে উপভোগ করাই তাঁর কাছে বড় কথা। দর্শকরাও তাই অপেক্ষা করে রয়েছেন, কবে আবার প্রিয় এই অভিনেত্রীকে নতুন গল্পে, নতুন চরিত্রে পর্দায় দেখতে পাবেন।