জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তারে ধরি ধরির প্রোমোতে শাড়ির ফাঁক দিয়ে উঁকি দিল নায়িকার নাভি! শুরু ট্রোলিং! পল্লবীর পক্ষে সরব ভক্তরা

ছোটপর্দায় ফিরে আসছেন পল্লবী শর্মা এবং তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে। তারে ধরি ধরি মনে করির প্রথম পূর্ণাঙ্গ প্রোমো আসতেই সোশ্যাল মিডিয়া ভরে যায় নানা প্রতিক্রিয়ায়। সাধারণত প্রকাশ্যে খুব একটা দেখা যায় না পল্লবীকে তাই নতুন সিরিয়াল মানেই ভক্তদের কাছে বিশেষ আনন্দ। তবে এই আনন্দের মাঝেই তৈরি হয়েছে বিতর্ক।

প্রোমোতে দেখা যায় ভক্তিতে ভরা নবদ্বীপের এক সম্মানী পরিবার। সেই পরিবারের আদরের বউ রূপমঞ্জরী হয়ে হাজির হয়েছেন পল্লবী। স্বামী গোরা এবং সংসার তাঁকে অসম্ভব শান্তি দেয়। কিন্তু হঠাৎই সেই শান্তি ভেঙে যায় যখন গোরা সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ে। স্বামীকে খুঁজতে রূপমঞ্জরীর যাত্রা তাকে নিয়ে যায় বৃন্দাবনে যেখানে তিনি গোরাকে খুঁজে পান এক সাধুর বেশে। তাকে দেখে দৌড়ে এগিয়ে যান রূপমঞ্জরী আর ঠিক সেই মুহূর্তে শাড়ির আঁচল সরে নাভি দেখা যায় অভিনেত্রীর।

এ দৃশ্যটিই সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার কারণ। কারও মতে ধর্মভিত্তিক সিরিয়ালে এমন পোশাক শোভন নয়। আবার কেউ দাবি করছেন শাড়ি পরার ধরনটি নাকি চরিত্রের সঙ্গে মানায় না। তবে ভক্তদের একটি বড় অংশ পাল্টা জবাব দিয়েছেন। তাঁদের মতে দৌড়ানোর সময় শাড়ি সামান্য সরে যাওয়া স্বাভাবিক এবং এমন দৃশ্যে অতিরিক্ত সমালোচনা করা হাস্যকর।

এই নতুন সিরিয়ালে পল্লবীর সঙ্গে থাকছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রীতা দত্ত চক্রবর্তী দুলাল লাহিড়ি মানসী সেনগুপ্ত এবং অহনা দত্ত। গল্পের আবহ দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে এবং সবাই অপেক্ষায় নতুন অধ্যায় দেখার জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page