ভোপালের এইমস আয়োজিত একটি জমজমাট অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চমকে দেওয়া একটি মুহূর্তের সাক্ষী হলেন সবাই। লাইভ কনসার্টে নিজের জনপ্রিয় গান পরিবেশন করছিলেন বলিউড তারকা মোহিত চৌহান। সেই সময় মঞ্চের সামনে এগোতেই আচমকা হোঁচট খেয়ে পড়ে যান তিনি। মঞ্চের আলো ও তারের মাঝখানে অদৃশ্য বাধায় বাধা পেয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য ভক্ত ও শ্রোতা।
ওই রাতে এইমস ভোপালের বার্ষিক ফেস্ট রেটিনা অনুষ্ঠানে শিল্পীর গলায় বাজছিল রকস্টার ছবির হিট গান নাদান পরিন্দে। দর্শকরা তখন উচ্ছ্বাসে গলা মিলিয়ে চলেছেন। ঠিক সেই সময় সামনের দিকে হাঁটতে হাঁটতে বিরাট ভিড়ের মাঝে নিজের ভারসাম্য হারান গায়ক। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গান থেমে গেলেও দর্শকরা প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি। মুহূর্তের মধ্যে মঞ্চে দৌড়ে এসে তাঁকে সাহায্য করেন আয়োজক ও কর্মীরা এবং আবার দাঁড় করিয়ে দেন।
দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষণিকের জন্য বন্ধ রাখা হয় অনুষ্ঠান। মঞ্চেই উপস্থিত চিকিৎসকেরা মোহিতকে পরীক্ষা করে দেখেন। সৌভাগ্যবশত কোনও গুরুতর আঘাত লাগেনি তাঁর। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি আবার মঞ্চে ফিরে আসেন এবং বাকি গানগুলি একই উচ্ছ্বাসে পরিবেশন করেন। এই খবর জানতেই তাঁর ভক্তদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। শিল্পী হিসেবে তাঁর দায়বদ্ধতা এবং পেশাদারিত্বে মুগ্ধ হয়েছেন উপস্থিত সকলে।
ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া ভেসে ওঠে। কেউ লেখেন যে তিনি বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন আবার কেউ বলেন গায়ককে আরও সতর্ক থাকা উচিত। সাম্প্রতিক সময়ে মঞ্চে থাকা অবস্থায় বেশ কয়েকজন শিল্পীকে হারানোর দুঃসহ স্মৃতি মনে করে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে মোহিতের মতো অমূল্য প্রতিভা রক্ষা করা সবার দায়িত্ব। তাঁর সুস্থতা এবং নিরাপদ পারফর্ম্যান্সই এখন সবচেয়ে বড় কামনা।
আরও পড়ুনঃ বিতানের ছায়া ফের ঋষির মনে জাগালো পুরনো ট্র’মা! মঠে মৃ’ত্যুবার্ষিকী পালনে হাজির ঋষি, বিতানের অতীত জেনে ভেঙে পড়ল সে! ‘জোয়ার ভাঁটা’য় ঋষির সামনে এবার উজি-নিশার আসল পরিচয়ও?
ঘটনার পরে কিছু ভুয়ো খবর রটে যে তাঁকে নাকি এইমসে ভর্তি করতে হয়েছে তবে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সেখানেই অনুষ্ঠান করছিলেন এবং সামান্য চোট পেয়েছিলেন মাত্র। এখনও পর্যন্ত গায়ক নিজে এই বিষয়ে কিছু বলেননি কিন্তু তিনি ভালো আছেন জেনে ভক্তরা স্বস্তি পেয়েছেন। সুফি ও রোম্যান্টিক সুরের জাদুকর মোহিত চৌহান আগামিদিনেও এই ভাবেই শ্রোতাদের মুগ্ধ করবেন মনেই করেন তাঁর অনুরাগীরা।
